Sunday, August 24, 2025

বছর শেষেই লোকসভা ভোট করিয়ে দিতে পারে মোদি সরকার, আশঙ্কা প্রকাশ মমতার

Date:

ফের একবার লোকসভা ভোট এগিয়ে আসার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেয়ো রোডে দলের ছাত্র সংগঠন টিএমসিপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন। তাঁর দাবি, তেইশে হয়তো পেরোবে না, চলতি বছরের ডিসেম্বরে বা চব্বিশের জানুয়ারি মাসেই লোকসভা ভোট করিয়ে দিতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷

তৃণমূলের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে এদিন মোদি সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই বিজেপি নানাবিধ কৌশল অবলম্বন করছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আসন্ন ধূপগুড়ি উপনির্বাচনেও সমস্ত হোটেল, লজ বুক করে বাইরে থেকে লোক আনা হচ্ছে৷ আবার বিরোধীরা যাতে লোকসভা ভোটের প্রচারে হেলিকপ্টার না পায় তার জন্য এখন থেকেই বিজেপি নেতৃত্ব হেলিকপ্টার বুক করে রাখছে বলে দাবি করেন তিনি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার তো মনে হচ্ছে ডিসেম্বর মাসেই লোকসভা ভোট এগিয়ে নিয়ে আসবে৷ জানুয়ারিতেও হতে পারে৷’

তৃণমূলনেত্রী এ দিন বার বার দলের ছাত্র সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আগামিদিনে মঞ্চের সামনে বসে থাকা ছাত্রছাত্রীরাই দেশ চালাবে। ছাত্র সমাজকে সতর্ক করে তৃণমূল নেত্রী বলেন, ‘লোকসভায় যে কোনও মূল্যে বিজেপিকে হারাতেই হবে৷ তা না হলে বিরোধী দলগুলির অস্তিত্বই বিপন্ন হতে পারে৷ নির্বাচন আসলেই বলবে বিনা পয়সায় চাল দেবে, তার পরে উধাও৷ বলবে ১৫ লক্ষ টাকা দেবে, তার পরে উধাও৷ দলিতদের উপরে অত্যাচার এমন পর্যায়ে গিয়েছে যে তারা ভয়ে মুখ খুলতে পারছে না৷ আমাদের মনে জেদ রাখতে হবে৷ বিজেপিকে না সরাতে পারলে দেশটা ঘৃনায় ভরে যাবে৷ বিজেপিকে সরাতে না পারলে কেউ দেশে থাকতে পারব না৷ শুধু বিজেপিই থাকবে। বাকি সব মুছে যাবে। আপনারা সবাই পরাধীনতার রাজত্বে৷ আগামিদিনে শুধু ওরাই থাকবে, বাকি কারও সাইন বোর্ড থাকবে না৷ সংবিধান উঠিয়ে দেবে৷’

Related articles

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...
Exit mobile version