Thursday, August 21, 2025

জেল (Jail) থেকে কয়েদি পালানোর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে জেল পালানর জন্য ৪০ ফুট পাঁচিল থেকে সোজা নিচে লাফ! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই ঘটনা ঘটেছে কর্ণাটকে (Karnataka)। দিন কয়েক আগেই ধর্ষণে অভিযুক্ত এক যুবককে জেলে নিয়ে আসে পুলিশ। তারপর আচমকাই জেল থেকে পালাতে এমন কাণ্ড অভিযুক্তের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে অত উঁচু থেকে লাফিয়েও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। আর সমস্ত কর্মকাণ্ডের ভিডিও জেলের একটি সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে। ইতিমধ্য সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তর জেল পালানোর ভিডিও ভাইরাল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই কর্ণাটকে এমন ঘটনা ঘটেছে। ধর্ষণে অভিযুক্ত ওই ২৩ বছরের যুবককে জেলে নিয়ে আসা হলে এমন কাণ্ড ঘটিয়ে বসে সে। জেলে লাগানো সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ৪০ ফুট সমান উঁচু পাঁচিল থেকে লাফ দিয়ে রাস্তায় নামে যুবক।

তবে নিচে পড়ার পর শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে ফুটপাথে শুয়ে পড়ে অভিযুক্ত। অত উঁচু থেকে পড়ে পায়ে চোট লাগে তার। এদিকে কয়েদি পালাতেই জেলে হইচই পড়ে যায়। তবে পালিয়েও লাভের লাভ কিছুই হয়নি। একদিন পরই বসন্তকে গ্রেফতার করে শ্রীঘরে নিয়ে যায় পুলিশ। বর্তমানে তার ঠিকানা জেলই।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version