Thursday, August 28, 2025

সামনেই এশিয়া কাপ। তারপর অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ইতিমধ্যে এশিয়া কাপের জন‍্য দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। আর সূত্রের খবর এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম‍্যাচের পরের দিনই ঘোষণা হতে পারে আসন্ন বিশ্বকাপের জন‍্য ভারতীয় দল। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে হবে। পরে যদিও সেই দলে পরিবর্তন করা যাবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। তবে এরই মধ‍্যে এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে উঠছে প্রশ্ন। কয়েকজন ক্রিকেটার বাদ পড়ায় উঠছে বিতর্ক। আর এবার সেই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এই নিয়ে রোহিত বলেন,”সেরা কম্বিনেশন বাছতে গেলে, কয়েকজনকে বাদ দিতে হবে বিভিন্ন কারণের জন্য। রাহুল দ্রাবিড় আর আমি চেষ্টা করি ক্রিকেটারদের যতটা সম্ভব ভালোভাবে বোঝানোর যে কেন তারা দলে নেই। আমরা প্রতিটা দল নির্বাচন ও প্রথম একাদশ বাছার পর খেলোয়াড়দের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমরা ওদের সঙ্গে মুখোমুখি, একে-একে কথা বলার চেষ্টা করি যে কেন তারা সুযোগ পাননি।

এরপর রোহিত আরও বলেন, আমি, কোচ ও নির্বাচকরা, প্রতিপক্ষ, পিচ, ওদের শক্তি আর আমাদের দূর্বলতাকে পর্যালোচনা করি। তারপর আমরা সকলে মিলে এক সম্মিলিত জায়গায় পৌঁছই। এমনটা নয় যে আমরা সব সময় সঠিক হব। এমনটা নয়, আমি এই ব্যক্তিকে পছন্দ করি না, তাই আমি ওকে বাদ দিলাম। অধিনায়কত্ব কখনই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপর নির্ভর করে না। যদি কেউ বাদ পড়েন, তাহলে তার পিছনে কারণ রয়েছে। যদি আপনি অভাগা হন, আমরা কিছু করতে পারব না।”

২০১১ সালের বিশ্বকাপে যেভাবে তিনি বাদ পড়েছিলেন, সেই পরিস্থিতিতেই বাকিদের ফেলেন রোহিত। এই নিয়ে তিনি বলেন, “কখনও কখনও, আমি নিজেকে ওদের মধ্যে দেখি। যখন আমি ২০১১ সালে নির্বাচিত হইনি, সেটি আমার জন্য খুবই হৃদয়বিদারক মুহুর্ত ছিল এবং আমার মনে হয়েছিল বিশ্বকাপের দল থেকে বাদ পড়লে কেমন লাগে? ”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version