Sunday, January 11, 2026

শাহের দলিত বিরোধিতার জেরেই বিজেপি ত্যাগ: বিস্ফোরক তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী

Date:

Share post:

মুখে “সবকা সাথ সবকা বিকাশের” গান গাওয়া বিজেপির(BJP) নেতাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে বিভাজন ও জাত-পাতের রাজনীতি। তা নিম্নস্তরে যতখানি তার চেয়ে অনেক বেশি শীর্ষ স্তরে। এবার বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড হিসেবে পরিচিত অমিত শাহের বিরুদ্ধে এই রাজপাতের রাজনীতির বিস্ফোরক অভিযোগ তুললেন তেলেঙ্গানার(Telengana) এক প্রাক্তন বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী এ চন্দ্রশেখর(A Chandrasekhar)। তাঁর অভিযোগ, খোদ অমিত শাহের দলিত বিরোধিতার জেরেই বিজেপি ত্যাগ করেছেন তিনি। এ চন্দ্রশেখরের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ একবার জাতপাতের কারণে তাঁর কাছ থেকে একটি শাল গ্রহণ করতে অস্বীকার করেছিলেন।

গত সোমবার এক জনসমাবেশে বিজেপির সমালোচনা করে চন্দ্রশেখর অভিযোগ করেন, বিজেপির জঘন্য ‘অস্পৃশ্যতা’ নীতি তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে। তিনি আরও বলেছেন, তেলেঙ্গানায় মুসলিম কোটা অপসারণের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের ঘোষণা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং তাকে দল ছাড়ার কথা ভাবতে বাধ্য করেছে। উল্লেখ্য, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন পাঁচবারের বিধায়ক চন্দ্রশেখর। ২৩ শে এপ্রিল অমিত শাহ একটি জনসভার জন্য চেভেল্লা পরিদর্শন করার সময় ঘটেছিল এমন একটি ঘটনা সম্পর্কে বলতে গিয়ে চন্দ্রশেখর বলেন, “আমি অমিত শাহকে অভিনন্দন জানাতে একটি সুন্দর শাল কিনেছিলাম। কিন্তু আমি একজন দলিত বলে তিনি তা গ্রহণ করলেন না। এটিই ইঙ্গিত দেয় যে আজও বিজেপিতে অস্পৃশ্যতা কত ভয়াবহ আকার নিয়ে রয়েছে। একই সমাবেশে অমিত শাহ ঘোষণা করেছিলেন, বিজেপি নির্বাচনে জিতলে তারা মুসলিম কোটা প্রত্যাহার করবে। তাঁর এই সিদ্ধান্তের এর ফলে দরিদ্র শিক্ষার্থীরা সুযোগ হারাবে। আমি এই দুটি কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...