Sunday, August 24, 2025

শাহের দলিত বিরোধিতার জেরেই বিজেপি ত্যাগ: বিস্ফোরক তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী

Date:

মুখে “সবকা সাথ সবকা বিকাশের” গান গাওয়া বিজেপির(BJP) নেতাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে বিভাজন ও জাত-পাতের রাজনীতি। তা নিম্নস্তরে যতখানি তার চেয়ে অনেক বেশি শীর্ষ স্তরে। এবার বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড হিসেবে পরিচিত অমিত শাহের বিরুদ্ধে এই রাজপাতের রাজনীতির বিস্ফোরক অভিযোগ তুললেন তেলেঙ্গানার(Telengana) এক প্রাক্তন বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী এ চন্দ্রশেখর(A Chandrasekhar)। তাঁর অভিযোগ, খোদ অমিত শাহের দলিত বিরোধিতার জেরেই বিজেপি ত্যাগ করেছেন তিনি। এ চন্দ্রশেখরের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ একবার জাতপাতের কারণে তাঁর কাছ থেকে একটি শাল গ্রহণ করতে অস্বীকার করেছিলেন।

গত সোমবার এক জনসমাবেশে বিজেপির সমালোচনা করে চন্দ্রশেখর অভিযোগ করেন, বিজেপির জঘন্য ‘অস্পৃশ্যতা’ নীতি তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে। তিনি আরও বলেছেন, তেলেঙ্গানায় মুসলিম কোটা অপসারণের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের ঘোষণা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং তাকে দল ছাড়ার কথা ভাবতে বাধ্য করেছে। উল্লেখ্য, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন পাঁচবারের বিধায়ক চন্দ্রশেখর। ২৩ শে এপ্রিল অমিত শাহ একটি জনসভার জন্য চেভেল্লা পরিদর্শন করার সময় ঘটেছিল এমন একটি ঘটনা সম্পর্কে বলতে গিয়ে চন্দ্রশেখর বলেন, “আমি অমিত শাহকে অভিনন্দন জানাতে একটি সুন্দর শাল কিনেছিলাম। কিন্তু আমি একজন দলিত বলে তিনি তা গ্রহণ করলেন না। এটিই ইঙ্গিত দেয় যে আজও বিজেপিতে অস্পৃশ্যতা কত ভয়াবহ আকার নিয়ে রয়েছে। একই সমাবেশে অমিত শাহ ঘোষণা করেছিলেন, বিজেপি নির্বাচনে জিতলে তারা মুসলিম কোটা প্রত্যাহার করবে। তাঁর এই সিদ্ধান্তের এর ফলে দরিদ্র শিক্ষার্থীরা সুযোগ হারাবে। আমি এই দুটি কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version