Sunday, November 9, 2025

খেলা দেখতে এসে মাঠে অসুস্থ হয়ে মৃ.ত্যু মহামেডান সমর্থকের

Date:

খেলা দেখতে গিয়ে মৃত্যু হল এক ফুটবল সমর্থকের। বৃহস্পতিবার ছিল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মহামেডান স্পোর্টিং বনাম আর্মি রেডের খেলা। সেই ম্যাচ দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হন মহমেডান সমর্থক শেখ সিরাজউদ্দিন। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এদিকে কলকাতা লিগে মহামেডানকে আটকে দিল আর্মি রেড। ময়দানে নিজেদের মাঠে প্রথমবার নৈশালোকে লিগের ম্যাচ খেলল মহামেডান। খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। টানটান উত্তেজনার ম্যাচে পিছিয়ে পড়েও সংযুক্ত সময়ে ডেভিড লালহানসাঙ্গার পেনাল্টি থেকে করা গোলে হার বাঁচাল মহামেডান। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট ডেভিডদের। শেষ দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেই সুপার সিক্স নিশ্চিত মহামেডানের। তবে ম্যাচ শেষে সব কিছু ছাপিয়ে সামনে চলে আসে মর্মান্তিক ঘটনা। ম্যাচ দেখতে এসে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন ৫৬ বছর বয়সি মহামেডান সমর্থক সিরাজউদ্দিন। আইএফএ-র অ্যাম্বুল্যান্সে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খিদিরপুরের বাসিন্দা সিরাজউদ্দিনের বাড়িতে গিয়ে সমবেদনা জানান মহামেডান ক্লাব ও আইএফএ কর্তারা।

এদিন উত্তেজক ম্যাচে প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই হলেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে সাদা-কালো ব্রিগেড। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় আর্মি রেড। গোল করেন ক্রিস্টোফার। এই গোলের পরই রেফারির সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। মহামেডান সমর্থকরা রেফারি কিছু কড়া সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠে বোতল ও ইটের টুকরো ছুঁড়তে থাকে। পুলিশ পরিস্থিতি সামাল দিলেও খেলা প্রায় দশ মিনিট বন্ধ থাকে। ফের খেলা শুরু হলে মহামেডান গোল শোধের মরিয়া চেষ্টা করে। খেলার শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে গোল শোধ করে মহামেডান। পেনাল্টি থেকে গোল করেন ডেভিড।

আরও পড়ুন:বড় ঘোষণা বিসিসিআইয়ের, বোর্ডের মিডিয়া স্বত্ত্ব পেল রিল্যায়েন্সের সহযোগী সংস্থা

 

 

Related articles

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...
Exit mobile version