Saturday, November 8, 2025

বহরমপুরে ছাত্রী খু.নে প্রাক্তন প্রেমিক সুশান্তকে সর্বোচ্চ সাজা শোনাল আদালত

Date:

বহরমপুরে ছাত্রী খুনে প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীকে (Sushanta Chowdhury) ফাঁসির সাজা শোনাল বহরমপুর আদালত। গতবছর ২ মে বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে এক মেসের সামনে রাস্তয় বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরীকে (Sutapa Chowdhury) কুপিয়ে খুন করে সুশান্ত। ঘটনার ফুটেজ দেখেই সুশান্তকে ধরে পুলিশ। মঙ্গলবার, তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার, তাঁকে ফাঁসির সাজা শোনাল আদালত।

২ মে বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরীকে মেসের সামনে ডেকে কুপিয়ে খুন করে সুশান্ত। স্থানীয় মানুষকে ভয় দেখাতে নকল পিস্তল উঁচিয়ে ভয় দেখায় ওই যুবক। পর পর ছুরির আঘাতে মৃত হয় সুতপার। সুতপার দেহে ৪২টি আঘাতের চিহ্ন ছিল। পরের দিনই গ্রেফতার করা হয় তরুণীর প্রাক্তন প্রেমিক সুশান্তকে। পুলিশ (Police) সূত্রে খবর, জেরাতেও খুনের কথা স্বীকার করে অভিযুক্ত। সুশান্তকে বহরমপুর সিজেএম আদালতে তোলা হলে সে বলে, “সুতপার মা-বাবা দিনের পর দিন মানসিক অত্যাচার করত। তাই ওকে খুন করেছি। এর জন্য যা শাস্তি হয় তা মাথা পেতে নেব।“ “খুন করেছি, যা সাজা হয় হবে”- বহরমপুরে ছাত্রী খুনে আদালতে কবুল ধৃতর। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার ৭৫ দিনের মাথায় বহরমপুর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। সুশান্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২-সহ একাধিক ধারায় চার্জশিট দাখিল করা হয়। আদালতে ৩৮৩ পাতার চার্জশিট জমা পড়ে।

খুনের ১৫ মাসের মাথায় গত মঙ্গলবারই অতিরিক্ত জেলা দায়রা বিচারক সন্তোষ কুমার পাঠক সুশান্তকে দোষী সাব্যস্ত করেন। সুশান্তের আইনজীবী পীযূষ ঘোষ বলেন, তাঁর মক্কেল এক জন মেধাবী ছাত্র। তাঁর ভবিষ্যতের কথা চিন্তা করে অন্ততপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। কিন্তু এই ঘটনাকে বিরলের মধ্যে বিরল আখ্যা দিয়ে মৃত্যুদণ্ডের সাজা শোনান বিচারক। কপি পাওয়ার পরেই উচ্চতর আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পীযূষ ঘোষ। চোখের জলে মেয়ের খুনির সাজা শোনেন সুতপার বাবা।

 

 

 

 

 

Related articles

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...
Exit mobile version