Friday, November 7, 2025

‘তামিলনাড়ুকে বেশি জল দেওয়া যাবে না’,কাবেরী জলবন্টন বিতর্কে রাতভর বিক্ষো*ভে কর্নাটকের কৃষকরা

Date:

‘তালিমনাড়ুকে বেশি জল দেওয়া যাবে না’। কাবেরীর জলবণ্টন বিতর্কে বুধবার রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করেছে কর্নাটকের কৃষক সংগঠনগুলি।বিক্ষোভকারীরা রাজ্যের বেঙ্গালুরু-মাইসুরু সড়ক অবরোধ করায় বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল।

আরও পড়ুনঃ সৌন্দর্য্যের কারুকৃৎ কাবেরীর “কেয়ার ইউ”
কাবেরির জল নিয়ে তামিলনাড়ু এবং কর্নাটকের মধ্যে তিক্ততা বহুদিনের। চলতি মাসের গড়াতেও তামিলনাড়ু সরকার কর্নাটক থেকে প্রতিদিন কাবেরীর ২৪ হাজার কিউসেক জল ছাড়ার জন্য আদালতে আর্জি জানায়। তার পর আদালতে যাওয়ার ইঙ্গিত দেয় কর্নাটক সরকারও। এর আগে কর্নাটক সরকারের তরফে জানানো হয়েছিল, তামিলনাড়ুর কাবেরী উপত্যকায় পানীয় জলের সঙ্কট মেটাতে এবং চাষাবাদের সুবিধার্থে তারা কিছু পরিমাণ জল ছাড়তে প্রস্তুত। কিন্তু কর্নাটক যে পরিমাণ জল ছাড়ার কথা জানিয়েছিল, তাতে সন্তুষ্ট হয়নি তামিলনাড়ু।
‘কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’ কর্নাটক সরকারকে কাবেরীর ১০ হাজার কিউসেক জল তামিলনাড়ুকে দিতে বলেছিল। কিন্তু এই ‘কৃষকদের স্বার্থে’ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানায় কর্নাটক। স্বল্প বৃষ্টির কারণে এমনিতেই কর্নাটকের জলাধারগুলির হাল খারাপ। এই পরিস্থিতিতে আগামী ১৫ দিন ৫০০০ কিউসেক করে জল তামিলনাড়ুকে জল দেওয়ার জন্য কর্নাটক সরকারকে বলেন ‘কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’। তার পরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কর্নাটকে। এই আবহে গত কাবেরী নদীর জলবন্টন নিয়ে তামিলনাড়ুর দাবির ফয়সলা করতে গত ২১ অগস্ট সাংবিধানিক বেঞ্চ গঠন করার কথা জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

 

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version