Thursday, November 13, 2025

সুনীল-সোনমের ঘরে পুত্রসন্তান, অভিনন্দনবার্তায় ভাসছেন দম্পতি

Date:

বাবা হলেন সুনীল ছেত্রী। দাদু হলেন সুব্রত ভট্টাচার্য। পুত্রসন্তানের জন্ম দিলেন সুনীলের স্ত্রী সোনম ভট্টাচার্য ছেত্রী। প্রেগন্যান্সির সময় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন তারকা ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্যর মেয়ে সোনম। তবে জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন।

কয়েক মাস আগেই সুনীল ছেত্রীর একমাত্র গোলে ভানুয়াতুকে পরাস্ত করে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রবেশ করেছিল ভারত। পরে কাপও জেতে ভারত। কলিঙ্গ স্টেডিয়ামে শেষ মুহূর্তে জ্বলে উঠেছিলেন কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে থাকা সুনীল। আর গোল করার পরেই সুখবর দিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।

সুনীল-সোনমকে নিয়ে আপডেট নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন সাহেব ভট্টাচার্য। যিনি কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে। সুনীলের শ্যালক। তবে দম্পতির পুত্রসন্তান নিয়ে তিনিও এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি। ছেলের কী নাম রাখা হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে পরিবার সূত্রে খবর, মা ও সদ্যোজাত, উভয়ই ভাল আছে। সুস্থ আছে।

প্রসঙ্গত, এশিয়ান গেমসের আগে ভারতীয় দল কিংস কাপে খেলতে নামবে। এই প্রতিযোগিতায় সুনীল ছেত্রী যে খেলবেন না, তা আগেই জানিয়েছিলেন কোচ ইগর স্তিমাচ। মঙ্গলবার দল ঘোষণা করার সময়ও দেখা গিয়েছে, সেটাই হল। সুনীলকে বাদ রেখেই দল ঘোষণা করলেন স্তিমাচ। প্রথম সন্তান জন্মের সময় স্ত্রী ও পরিবারের পাশে থাকবেন বলে আগাম ছুটি চেয়েছিলেন সুনীল। সর্বভারতীয় ফুটবল সংস্থা সূত্রে খবর ছিলই যে, সুনীল কিংস কাপে খেলবেন না। সেই মতোই তাঁকে না রেখেই দল ঘোষণা করেছেন স্তিমাচ।

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version