Sunday, November 9, 2025

পাকা হল চুক্তি! মার্কিন কংগ্রেসের ছাড়পত্রে যু.দ্ধ বিমানের ইঞ্জিন তৈরি হবে ভারতেই  

Date:

ভারত-মার্কিন প্রতিরক্ষা ক্ষেত্রে (India US Defence Sector) নয়া দিগন্ত। এবার থেকে ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন (Jet Engine)। গত জুন মাসেই নয়াদিল্লি (New Delhi) ও ওয়াশিংটনের (Washington) মধ্যে এই সম্পর্কিত চুক্তি সাক্ষরিত হয়েছিল। আর তার কয়েক মাস কাটতে না কাটতেই সেই চুক্তিতে গ্রিন সিগন্যাল দিল মার্কিন কংগ্রেস (United States Congress)। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে জিই অ্যারোস্পেসের চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে।

গত জুন মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান। আর সেই সময় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে খবর। ফলে এবার দুশ্চিন্তার দিন শেষ। ভারতের মাটিতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধবিমানের এফ-৪১৪ ইঞ্জিন। এতদিন পর্যন্ত ফাইটার জেট তেজসের বাকি অংশ ভারত তৈরি করলেও ইঞ্জিন তৈরি হত আমেরিকায়। তবে বহুদিন থেকেই এই প্রযুক্তি হোয়াইট হাউসের কাছ থেকে পেতে মুখিয়ে ছিল নয়াদিল্লি। আর এমন সিদ্ধান্তে মাথা উঁচু হল ভারতের। এবার থেকে দেশেই ভারতীয় বায়ুসেনার জন্য জেট ইঞ্জিন তৈরি করা যাবে।

তবে এই চুক্তির অধীনে, GE Aerospace F414 ফাইটার জেট ইঞ্জিন তৈরির জন্য তার প্রযুক্তির ৮০ শতাংশ ভারতে হস্তান্তর করবে। এই প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্য হল লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট- এর অপারেশনাল কর্মক্ষমতা বাড়ানো। চুক্তিতে ৯৯টি জেট ইঞ্জিনের সহ-উৎপাদনও রয়েছে, যা প্রযুক্তি স্থানান্তরের কারণে কম ব্যয়বহুল হবে। এই ইঞ্জিনগুলি তাদের নির্ভরযোগ্যতা এবং কর্মক্ষমতার জন্য বিখ্যাত।

 

 

 

 

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version