Tuesday, August 26, 2025

প্রিগোজিনের মৃ.ত্যুতে ওয়াগনার বাহিনীর নয়া প্রধান নিয়োগ পুতিনের

Date:

এক সময়ের বন্ধু শত্রুতে পরিণত হলেও বর্তমানে সরে গিয়েছে পথের কাঁটা। গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় ওয়াগনার গ্রুপের(Wagner Group) প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের(Yevgeny Prigozhin) মৃত্যুর পর এই বাহিনীর নয়া প্রধান নিয়োগ করলেন রাশিয়ার(Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা যাচ্ছে, রাশিয়ার এই ভাড়াটে সৈন্যবাহিনীর নেতৃত্ব দিতে চলেছেন জেনারেল আন্দ্রে আভেরিয়ানভ(Andrey Averyanov)। জেনারেল আন্দ্রে রাশিয়ার গোয়েন্দা বাহিনীর প্রধান।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পর ওয়াগনার বাহিনীর নেতৃত্ব দিতে জেনারেল আন্দ্রে আভেরিয়ানভকে বেছে নিয়েছে মস্কো। কুখ্যাত এই গোয়েন্দা প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমস্ত শত্রুদের পথ থেকে সরিয়ে ফেলার জন্যই পরিচিত। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে একাধিক অভিযান, হত্যালীলা চালিয়েছেন জেনারেল আন্দ্রে আভেরিয়ানভ। ওয়াগনার গ্রুপের আফ্রিকা অভিযান পরিচালনার দায়িত্বও দেওয়া হবে তাঁকেই। জানা গিয়েছে, গত জুলাইয়ে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের সময় আফ্রিকান নেতাদের সঙ্গে দেখা করেছিলেন অ্যাভেরিয়ানভ। ওই সম্মেলনেই পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোজিনকে প্রথমবার জনসমক্ষে আসতে দেখা যায়।

উল্লেখ্য, প্রিগোজিনের মৃত্যুর পর ওয়াগনার গ্রুপের কোনও শীর্ষ নেতাই বর্তমানে বেঁচে নেই। গত সপ্তাহের বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের সঙ্গেই প্রাণ হারিয়েছেন ওয়াগনার গ্রুপের সেকেন্ড-ইন কম্যান্ড দিমিত্রি উতকিন ও অসামরিক প্রধান ভ্যালেরি চেকালভ। তবে কী কারণে বিমান দুর্ঘটনা ঘটল, তার কারণ এখনও জানা যায়নি। সম্প্রতিই আমেরিকার তরফে বলা হয়েছিল, প্রিগোজিনের মৃত্যুর পিছনে প্রেসিডেন্ট পুতিনেরই হাত রয়েছে। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version