Friday, November 7, 2025

শুক্রবার থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার, থাকছে নয়া চমক!

Date:

বাংলার মানুষের কাছে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাত পোহালেই সপ্তম দফার দুয়ারে সরকারের শিবির। আগামিকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুই ধাপে চলবে এই শিবির। প্রথম ধাপে অর্থাৎ আগামিকাল থেকে ১৬ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি শিবিরগুলিতে আবেদনপত্র জমা নেওয়ার কাজ হবে। তারপর ১৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে দ্বিতীয় দফা অর্থাৎ পরিষেবা প্রদান পর্ব। এই পর্যায়ে রাজ্য জুড়ে মোট ৫ লাখ শিবিরের ব্যবস্থা করা হচ্ছে। এবারে আরও চারটি পরিষেবাকে সংযুক্ত করা হয়েছে।

২০২০ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছিল এই প্রকল্প। এখনও পর্যন্ত সাড়ে ৯ কোটিরও বেশি মানুষের আবেদন জমা পড়েছে দুয়ারে সরকারের বিভিন্ন শিবিরগুলিতে। এবারের জন্য স্থায়ী শিবিরের পাশাপাশি ভ্রাম্যমান শিবিরের বন্দোবস্তও করা হচ্ছে। সপ্তম পর্যায়ে চারটি পরিষেবাকে সংযুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা(Old age pension), পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ (Registration of migrant workers), উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরণ এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের (Handicrafts and weavers) নাম তালিকাভুক্তিকরণ।গোটা বিষয়টির তদারকির দায়িত্বে থাকবেন ৪১ সিনিয়র আইএএস অফিসার ।সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার প্রকল্পের জন্য ১৭টি পৃথক নোডাল বিভাগ করা হয়েছে।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version