Friday, August 22, 2025

জিতেগা ভারত: I.N.D.I.A.-র তৃতীয় বৈঠকে ‘যতদূর সম্ভব’ আসন সমঝাতা করে লড়াইয়ের সংকল্প

Date:

I.N.D.I.A.-র তৃতীয় বৈঠকে ৩ সংকল্প। তার মধ্যে প্রধান হল আসন সমঝোতা। এক আসন, এক দল- এই নীতি নিয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন জায়গায় জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “জুড়েগা ভারত, জিতেগা ভারত”- বিভিন্ন ভাষায় I.N.D.I.A. জোটের এই স্লোগান প্রচার করা হবে।

যতদিন যাচ্ছে তত মজবুত হচ্ছে বিজেপি বিরোধী I.N.D.I.A. জোট। পাটনা, বেঙ্গালুরুর পরে মুম্বই। বেশ কদম এগিয়ে গেল বিজেপি বিরোধী জোট। এদিনের বৈঠকে সমন্বয় কমিটি গঠনের পাশাপাশি প্রধানত আসন সমাঝোতা নিয়ে আলোচনা হয়। বৈঠকের নির্যাস যা লিখিত আকারে প্রকাশ করে I.N.D.I.A. তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে যতদূর সম্ভব আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাজ্য অনুযায়ী আসন ভাগাভাগির বিষয়ে দ্রুত কাজ শুরু হবে। এবিষয়ে জোটে থাকা দলগুলি অন্যদের সহযোগিতা করবে।


এর পাশাপাশি, যে সব ঘটনা জনগণের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে, মোদি সরকারের সেই জনবিরোধী কাজের বিষয়ে সবার সামনে আনা হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নজরে রেখে দেশজুড়ে শীঘ্রই জনসভা করবে I.N.D.I.A. জোট।

নয়া স্লোগান- জুড়েগা ভারত, জিতেগা ভারত বিভিন্ন ভাষায় প্রচারাভিযান ও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। এদিনর বৈঠকে জোটের লোগো প্রকাশিত হতে পারে বলে জল্পনা ছিল। কিন্তু সেটা হয়নি। ঠিক হবয়নি জোটের মুখপাত্রের নামও। তবে, শীঘ্রই সেটা হবে বলে সূত্রের খবর।

 

 

 

 

 

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version