Tuesday, August 12, 2025

শনিবার ভারত-পাক, রবিবার ডার্বি, জমজমাট সেপ্টেম্বরের প্রথম উইকেন্ড

Date:

আগামিকাল এশিয়া কাপের মহারণ। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। আর রবিবার মহা ডার্বি। ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট।ক্রীড়াপ্রেমীদের জন্য জমজমাট উইকেন্ড। আর এই উত্তাপেই ফুটতে শুরু করেছে ক্রীড়াপ্রেমী মানুষজন।

ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ডার্বিতে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। টানা আট ডার্বি হারের পর ঘুরে দাঁড়ায় লাল-হলুদ। ডার্বি জেতার পর একেরপর এক ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় লাল-হলুদ। ওপর দিকে মোহনবাগানের সামনে শুধু কাপ জেতা নয়, রয়েছে বদলা নেওয়ার সুযোগ। ডার্বি হারের ধাক্কা কাটিয়ে একের পর ম্যাচ জিতে ফাইনালে মোহনবাগানও। অন্যদিকে শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ। সব নিয়ে জমজমাট ক্রীড়াপ্রেমীদের উইকেন্ড। তবে এশিয়া কাপে ভারত-পাক মহারণে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৯০ শতাংশ। সেটাই চিন্তায় রাখছে আয়োজকদের। এবারের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।

এশিয়া কাপের ম্যাচ শুরু হবে দুপুর তিনটের সময়। ডিজনি প্লাস হটস্টারে একেবারেই ফ্রিতে দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং। শুধু এশিয়া কাপ নয়, পাশাপাশি বিশ্বকাপও ফ্রিতে দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে। টিভিতে স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। ওপর দিকে রবিবার বিকেল চারটে থেকে শুরু হবে ডুরান্ড কাপ ফাইনাল। ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলই এখনও পর্যন্ত ১৬ বার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে। এই ম্যাচ দেখা যাবে সোনি লিভ অ্যাপে। শুধু তাই নয়, জিও ব্যবহারকারীরা জিও টিভিতে ফ্রিতে দেখতে পাবেন ডুরান্ড ফাইনাল।

দীর্ঘদিন পর পুরনো ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল। ফলে ডুরান্ড ফাইনালে জোর টক্কর হবে। অন্যদিকে, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা একটা চাপ। নেপালকে সহজে হারিয়ে দিলেও, ভারতের বিরুদ্ধে ম্যাচ যে সহজ হবে না তা জানেন বাবর আজমরা। ভারতীয় দলে অনেকদিন পর ফিরেছেন শ্রেয়স আইয়ার, যশপ্রীত বুমরাহরা। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় দর্শকরা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

 

Related articles

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...

ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার

ভারতীয় ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অভিষেক নায়ারের (Abhishek...

ভিত্তিহীন অভিযোগ! অভয়ার বাবাকে আইনি নোটিশ কুণালের

ভিত্তিহীন অভিযোগ। আর জি করের মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবাকে আইনজীবীর নোটিশ পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ...

নিউইয়র্কে পালিত হবে ‘ইন্ডিয়া ডে’, নারী শক্তির বন্দনায় কলকাতার শিল্পীরা

নিউইয়র্কের (New York) ৪৪ তম 'ব্যাটারি ডান্স ফেস্টিভ্যালে' (Battery Dance Festival) এবার উদযাপিত হবে ভারতের স্বাধীনতা দিবস। থিমের...
Exit mobile version