Sunday, May 4, 2025

‘তাজ হোটেল উড়িয়ে দেব’ হু*মকি ফোন পেয়েই মুম্বইজুড়ে জারি হাই অ্যালার্ট! 

Date:

‘উড়িয়ে দেব তাজ হোটেল’, ঠিক এমন হুমকি দিয়েই ফোনের ওপার থেকে ভেসে এল এক যুবকের গলা। শুক্রবার সকালে মুম্বই পুলিশের মেন কন্ট্রোল রুমে এমন ফোনের জেরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি। মুহূর্তে কড়া সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুনঃ লোকসভার আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট-ই অ্যাসিড টেস্ট INDIA জোটের
মুম্বই পুলিশ তরফে খবর,মুম্বই পুলিশের প্রধান কন্ট্রোল রুমে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাঁর দাবি, সমুদ্র পেরিয়ে ভারতে ঢোকার পরিকল্পনা করছে দুই পাক জঙ্গি। সমুদ্রপথেই মুম্বই পৌঁছবে তারা। শহরের বিখ্যাত তাজ হোটেল উড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মুম্বই আসছে দুই পাক জঙ্গি। পুলিশ কর্তাদের প্রশ্নের মুখে ওই ব্যক্তি জানান, তাঁর নাম মুকেশ সিং।
এই ফোন পেয়েই সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। তাতেই জানা যায়, ভুয়ো পরিচয় দিয়ে ফোন করেছেন ওই ব্যক্তি। আসলে তাঁর নাম জগদম্বা প্রসাদ সিং। ৩৫ বছর বয়সি জগদম্বা আদতে উত্তরপ্রদেশের গোন্ডা এলাকার বাসিন্দা। তবে বর্তমানে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় থাকেন তিনি। জগদম্বার ফোনকে অবশ্য যথেষ্ট গুরুত্ব দিয়েই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
প্রসঙ্গত, প্রায় দেড় যুগ আগে ২০০৮ সালের নভেম্বরের অভিশপ্ত সেই রাতের ভয়াবহ স্মৃতি আজও দগদগে৷ পাকিস্তান থেকে জলপথে মুম্বইয়ে ঢুকে ১০টিরও বেশি জায়গায় হামলা চালায় জঙ্গিরা৷ পাকিস্তানের সন্ত্রাসবাদী জঙ্গি হামলায় রক্তে ভিজেছিল বাণিজ্যনগরী মুম্বই৷ ২৬ থেকে ২৯ নভেম্বর, টানা তিন দিন ধরে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ১৬৪ জন৷ আহত হন অন্তত ৩০৮ জন৷ ফলে এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন নিহতর পরিজনেরা ও আহতরা৷ স্বাভাবিকভাবেই হুমকি ফোনকে ঘিরে মুম্বইজুড়ে বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version