Thursday, August 21, 2025

‘তাজ হোটেল উড়িয়ে দেব’ হু*মকি ফোন পেয়েই মুম্বইজুড়ে জারি হাই অ্যালার্ট! 

Date:

‘উড়িয়ে দেব তাজ হোটেল’, ঠিক এমন হুমকি দিয়েই ফোনের ওপার থেকে ভেসে এল এক যুবকের গলা। শুক্রবার সকালে মুম্বই পুলিশের মেন কন্ট্রোল রুমে এমন ফোনের জেরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি। মুহূর্তে কড়া সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুনঃ লোকসভার আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট-ই অ্যাসিড টেস্ট INDIA জোটের
মুম্বই পুলিশ তরফে খবর,মুম্বই পুলিশের প্রধান কন্ট্রোল রুমে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাঁর দাবি, সমুদ্র পেরিয়ে ভারতে ঢোকার পরিকল্পনা করছে দুই পাক জঙ্গি। সমুদ্রপথেই মুম্বই পৌঁছবে তারা। শহরের বিখ্যাত তাজ হোটেল উড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মুম্বই আসছে দুই পাক জঙ্গি। পুলিশ কর্তাদের প্রশ্নের মুখে ওই ব্যক্তি জানান, তাঁর নাম মুকেশ সিং।
এই ফোন পেয়েই সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। তাতেই জানা যায়, ভুয়ো পরিচয় দিয়ে ফোন করেছেন ওই ব্যক্তি। আসলে তাঁর নাম জগদম্বা প্রসাদ সিং। ৩৫ বছর বয়সি জগদম্বা আদতে উত্তরপ্রদেশের গোন্ডা এলাকার বাসিন্দা। তবে বর্তমানে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় থাকেন তিনি। জগদম্বার ফোনকে অবশ্য যথেষ্ট গুরুত্ব দিয়েই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
প্রসঙ্গত, প্রায় দেড় যুগ আগে ২০০৮ সালের নভেম্বরের অভিশপ্ত সেই রাতের ভয়াবহ স্মৃতি আজও দগদগে৷ পাকিস্তান থেকে জলপথে মুম্বইয়ে ঢুকে ১০টিরও বেশি জায়গায় হামলা চালায় জঙ্গিরা৷ পাকিস্তানের সন্ত্রাসবাদী জঙ্গি হামলায় রক্তে ভিজেছিল বাণিজ্যনগরী মুম্বই৷ ২৬ থেকে ২৯ নভেম্বর, টানা তিন দিন ধরে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ১৬৪ জন৷ আহত হন অন্তত ৩০৮ জন৷ ফলে এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন নিহতর পরিজনেরা ও আহতরা৷ স্বাভাবিকভাবেই হুমকি ফোনকে ঘিরে মুম্বইজুড়ে বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version