Wednesday, August 27, 2025

জানেন কী শহরের বুকে একটি উচ্চ বিদ্যালয় চলছে সরকারি অনুমোদন ছাড়াই!তাও একআধ দিন নয়, ৩২ বছর। আর এই অভিযোগে সরগরম হয়ে উঠল হাইকোর্ট।বেহালার বিবেকানন্দ পল্লী কিশোর ভারতী উচ্চবিদ্যালয়ের এই আজব কাণ্ড শুনে তাজ্জব খোদ বিচারপতি বিশ্বজিত বসু। অনেক পরিবারের ছেলেমেয়েরাই এই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছেন।

হাইকোর্টে মামলা না হলে বিষয়টি হয়তো সামনেই আসতো না। ২০১৭ সালে ওই স্কুল থেকে অবসর নেন ধারা বন্দোপাধ্যায় নামে এক শিক্ষিকা। কিন্তু পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। এমনকী মধ্যশিক্ষা পর্ষদেও এই বিষয়টি জানান তিনি।কোনও সুরাহা না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেই মামলার শুনানি ছিল। সেখানে মামলাকারীর পক্ষের আইনজীবী জানান, পর্ষদে গিয়ে তাঁর মক্কেল জানতে পারেন ওই স্কুলের অনুমোদনের পুনর্নবীকরণ সংক্রান্ত ১৬ হাজার টাকা বকেয়া রয়েছে। ওই টাকা পেলেই পর্ষদ পরবর্তী পদক্ষেপ করতে পারবে।এই তথ্য শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বসু। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে স্থায়ী সরকারি অনুমোদন ছাড়া ৩২ বছর ধরে একটা স্কুল চলছে? জেলা স্কুল পরিদর্শকরা কী করছিলেন? তাঁদের কাজ কি শুধু বদলি সংক্রান্ত বিষয়ে নজরদারি রাখা?

এদিন বিচারপতি বসু আরও বলেন, মধ্যশিক্ষা পর্ষদই বা কী করছিল? এত বছরে তো হাজার হাজার পড়ুয়া ওই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে, তারা যদি বাইরে পড়তে যায় এবং সেই বিশ্ববিদ্যালয় যদি স্কুলের অনুমোদন সংক্রান্ত তথ্য অনুসন্ধান শুরু করে তাহলে তো বিপদে পড়বে পড়ুয়ারা।এই প্রসঙ্গে আদালতে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানান, ‘এরকম অনেক স্কুল আছে। নিয়ম অনুযায়ী প্রথমে অস্থায়ী অনুমোদন দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে স্কুলের আবেদনের ভিত্তিতে স্থায়ী অনুমোদন দেওয়া হয়। এই স্কুল হয়তো সেই আবেদন করেনি।’ যা শুনে বিচারপতি আরও অবাক হয়ে যান।

তবে পর্ষদ এদিন আদালতে জানায়, অনুমোদনের জন্য পেনশন আটকে থাকতে পারে না। বিচারপতি বসু পর্ষদকে নির্দেশ দেন, এই সংক্রান্ত সমস্ত তথ্য আদালতে জমা করতে হবে। আগামী ১২ সেপ্টেম্বর এই মামার পরবর্তী শুনানি।

 

 

 

Related articles

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...

চাহিদা অনুযায়ী বিদ্যুৎ-সংযোগ নিন: পুজো উদ্যোক্তাদের পরামর্শ অরূপের, খুলল কন্ট্রোল রুম

পুজোর সময় পুলিশ-প্রশাসনের পাশাপাশি দিনরাত সজাগ থাকে বিদ্যুৎ দফতর। উৎসবের দিনে ছুটি না নিয়েই কাজ করেন দফতরের কর্মীরা।...

গাড়িসহ নদীতে ভাঙল সেতু, জম্মুতে ফুঁসছে একের পর এক নদী: মৃত্যুতে শোক অভিষেকের

একের পর এক রাস্তা ধসে যাচ্ছে। একের পর এক বাধে বিপদসীমা অতিক্রম করছে জম্মু ও কাশ্মীরের প্রতিটি নদী।...
Exit mobile version