Sunday, November 2, 2025

লোকসভা নির্বাচনের আগে আচমকাই ভোলবদল! বিশ্বভারতীর অচ.লাবস্থার জন্য উপাচার্যকেই দায়ী করলেন অনুপম

Date:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Vishva Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে বিতর্কের শেষ নেই। মাঝেমধ্যেই বিশ্ববিদ্যালয় নিয়ে বেফাঁস মন্তব্য করে তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন। এবার তাঁকে নিয়ে যথেষ্ট ক্ষোভ উগরে দিলেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক তথা প্রাক্তন বিজেপি সাংসদ অনুপম হাজরা (Anupam Hazra)। রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, উপাচার্যের স্বেচ্ছাচারিতার জন্যই বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রীকে সমালোচিত হতে হয়।

বৃহস্পতিবার শান্তিনিকেতনে (Santiniketan) বিশ্বভারতীর আশ্রমিক সুপ্রিয় ঠাকুর ও স্ত্রী শুভ্রা ঠাকুরের বাসভবনে এক আলোচনায় অংশগ্রহণ করেন বিজেপির প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। সেখানেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কড়া সমালোচনা করেন তিনি। অনুপম হাজরার আরও অভিযোগ, বিশ্বভারতীর পঠনপাঠনের গুণগতমান সর্বভারতীয় স্তরে দিনদিন তলানিতে ঠেকেছে। বিশ্বভারতীকে আগের গরিমা ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি বোলপুরের প্রাক্তন সাংসদের কথায়, এই উপাচার্যের সময়কালেই বসন্ত উৎসব, পৌষ মেলা সব কিছুই এখন বন্ধ। যা বোলপুর-শান্তিনিকেতনবাসীর কাছে বেশি কষ্টের। ঠাকুর পরিবারের সদস্য সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র সুপ্রিয় ঠাকুর-সহ প্রবীণ আশ্রমিকদেরও ব্রাত্য করে রেখেছেন বর্তমান উপাচার্য। তিনি নিজেকে ‘অতি বিজেপি’ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে থাকেন। এর পিছনে রাজ্যপাল হওয়ার বা উপাচার্যের মেয়াদকাল বৃদ্ধি করার প্রবল তাগিদ রয়েছে বলেও অভিযোগ অনুপমের।

তবে আচমকা অনুপমের বিশ্বভারতী প্রীতিকে একেবারেই ভালো চোখে দেখতে নারাজ ওয়াকিবহাল মহল। তাঁদের মতে, লোকসভা নির্বাচনের আগেই বিশ্বভারতীকে কেন্দ্র করে বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে। নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি বিতর্ককে কেন্দ্র করেও চরম অস্বস্তিতে পড়েছে বেড়েছে বিজেপির। তাই মানুষের মন ভোলাতে বিশ্বভারতী প্রসঙ্গে সুর নরম করার চেষ্টা করছেন অনুপমরা। এটা বিজেপির নাটক ছাড়া আর কিছুই নয়।

 

 

 

 

 

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version