Sunday, May 4, 2025

ধূপগুড়ি উপনির্বাচনের আগে ধাক্কা বিজেপি শিবিরে, অভিষেকের হাত ধরে তৃণমূলে প্রাক্তন জেলা সভাপতি

Date:

ধূপগুড়ি উপনির্বাচনের (Dhupguri By Election) দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে, জোর ধাক্কা দিলেন গেরুয়া শিবিরকে। তৃণমূলের নির্বাচনী সভা মঞ্চে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির (BJP) রাজ্য কমিটির নেতা দীপেন প্রামানিক। দক্ষ সংগঠক বলে পরিচিত এই বিজেপি নেতার যোগদানে উত্তরবঙ্গে তৃণমূলের মাটি আরও শক্ত হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আজ, শনিবার ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ড: নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ঠাকুরপাঠ ফোনির মাঠে জনসভা করেন অভিষেক। এই সভাতেই তৃণমূলে যোগ দেন বিজেপির জলপাইগুড়ি জেলা প্রাক্তন সভাপতি দীপেন প্রামানিক। তিনিবিজেপির রাজ্য কমিটির সদস্য থাকা অবস্থায় দলত্যাগ করে শাসক শিবিরে নাম লেখালেন।

উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ধূপগুড়িতে। তার আগে দীপেন প্রামানিকের দল ছাড়ার খবরে তোলপাড় গোটা জেলায়। তৃণমূলে যোগ দিয়ে দীপেনবাবু জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যে যে উন্নয়নের জোয়ার এসেছে তাতে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। তাঁর কথায়, “সাধারণ মানুষের স্বার্থে রাজ্যে কর্মযজ্ঞ চলছে। এতে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।” একইসঙ্গে তিনি বলেন, “দেশে অসাম্প্রদায়িক একটা জোট গঠনের চেষ্টা চলছে। এই শুভ উদ্যোগে সামিল হওয়াও আমার লক্ষ্য।”

 

 

 

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version