Thursday, August 21, 2025

ধূপগুড়ি উপনির্বাচনের আগে ধাক্কা বিজেপি শিবিরে, অভিষেকের হাত ধরে তৃণমূলে প্রাক্তন জেলা সভাপতি

Date:

ধূপগুড়ি উপনির্বাচনের (Dhupguri By Election) দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে, জোর ধাক্কা দিলেন গেরুয়া শিবিরকে। তৃণমূলের নির্বাচনী সভা মঞ্চে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির (BJP) রাজ্য কমিটির নেতা দীপেন প্রামানিক। দক্ষ সংগঠক বলে পরিচিত এই বিজেপি নেতার যোগদানে উত্তরবঙ্গে তৃণমূলের মাটি আরও শক্ত হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আজ, শনিবার ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ড: নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ঠাকুরপাঠ ফোনির মাঠে জনসভা করেন অভিষেক। এই সভাতেই তৃণমূলে যোগ দেন বিজেপির জলপাইগুড়ি জেলা প্রাক্তন সভাপতি দীপেন প্রামানিক। তিনিবিজেপির রাজ্য কমিটির সদস্য থাকা অবস্থায় দলত্যাগ করে শাসক শিবিরে নাম লেখালেন।

উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ধূপগুড়িতে। তার আগে দীপেন প্রামানিকের দল ছাড়ার খবরে তোলপাড় গোটা জেলায়। তৃণমূলে যোগ দিয়ে দীপেনবাবু জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যে যে উন্নয়নের জোয়ার এসেছে তাতে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। তাঁর কথায়, “সাধারণ মানুষের স্বার্থে রাজ্যে কর্মযজ্ঞ চলছে। এতে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।” একইসঙ্গে তিনি বলেন, “দেশে অসাম্প্রদায়িক একটা জোট গঠনের চেষ্টা চলছে। এই শুভ উদ্যোগে সামিল হওয়াও আমার লক্ষ্য।”

 

 

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version