Sunday, May 4, 2025

আগামিকাল ফের বড় ম‍্যাচ। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল এফসি। মরশুমের প্রথম ডার্বিতে হারের মুখ দেখে মোহনবাগান। ডুরান্ডের গ্রুপ পর্বের ম‍্যাচে ইস্টবেঙ্গলের কাছে ১-০ গোলে হারে জুয়ান ফেরান্দোর দল। তবে তারপর ঘুরে দাঁড়িয়েছে দল। এএফসি কাপে মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে।  রবিবারের ডার্বি ম‍্যাচের আগে তাই কিছুটা স্বস্তি বাগান কোচের। তবে রবিবার কি ডার্বি জয়ে ফিরতে পারবে দল? নাকি পরপর ডার্বি হার। যদিও এসব নিয়ে ভাবছেন না বাগান কোচ। বরং ঘনঘন ম‍্যাচ খেলায় ফুটবলারদের ক্লান্তি ভাবাচ্ছে জুয়ানকে। রবিবার ডার্বি আগে যেন সেই কথাই উঠে বাগান কোচের গলায়।

এই নিয়ে এদিন জুয়ান বলেন,” সত্যি কথা বলতে প্রথম ডার্বির আগে আমি এএফসি কাপ নিয়ে বেশি চিন্তিত ছিলাম। মাথায় মাছিন্দ্রা এফসি, ঢাকা আবাহনীর কথা ঘুরছিল। কিন্তু এখন সেই চাপ থেকে আমরা মুক্ত। এখন আমরা একটা ফাইনাল খেলতে নামব। গোয়া, মুম্বইয়ের মতো কঠিন দলের বিরুদ্ধে খেলতে নেমেছি। আগামী মরশুমে খেলতে নামার আগে ফাইনাল আমাদের কাছে আরও একটা পরীক্ষা। ”

এরপরই জুয়ান বলেন,” দল নিয়ে এখনও কথা বলার জায়গায় আসিনি। কে খেলবে, কে খেলবে না সেটার জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। কারা তৈরি রয়েছে সেটা এখনও বলার সময় আসেনি। সুহেল, সুমিত জাতীয় শিবিরে চলে গিয়েছে। ওদের পাচ্ছি না। বাকিদের রিকভারি হচ্ছে না। এত ঘন ঘন ম্যাচ খেলতে হচ্ছে যে তাল মেলানো মুশকিল। অনেকেই রয়েছে যারা ৫০ শতাংশ তৈরি। কিন্তু এটা নিয়ে কোনও অজুহাত দিতে চাই না।”

আগামিকাল ডার্বি হলেও ডুরান্ড ফাইনাল। ফাইনালে ওঠায় খুশি জুয়ান। তবে ট্রফি জয় তাঁর লক্ষ‍্য সেকথা জানাতে ভুললেন বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন,”দল ফাইনালে ওঠায় আমি খুশি। গোয়া, মুম্বইয়ের বিরুদ্ধে ভাল খেলে জিতেছি। ফাইনালে আরও একটা ভাল দলের বিরুদ্ধে খেলতে নামব। নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য। ট্রফি জিততে চাই, এটা অস্বীকার করব না।”

এদিকে ইস্টবেঙ্গলের মতন মোহনবাগানে সাংবাদিক সম্মেলনে উঠেছিল পেনাল্টি বিতর্ক। এই নিয়ে জুয়ান বলেন,” কোচ হিসাবে নিজের দলের খেয়াল রাখাই আমাদের কাজ। এমন বিষয়ে প্রশ্ন করছেন যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে। রেফারিদের নিয়ে কথা বলে নিজের শক্তি নষ্ট করতে চাই না। আমরা সবাই ভারতীয় ফুটবলের উন্নতি চাই। তাই ভারতীয় রেফারিদের আরও বেশি করে তুলে আনাই আমাদের দরকার।”

আরও পড়ুন:আগামিকাল ডুরান্ড ফাইনালে ডার্বি, বড় ম‍্যাচে নামার আগে প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের

 

 

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version