Friday, November 7, 2025

দিল্লিতে মোদি-হাসিনা বৈঠক, তিস্তা নিয়ে আলোচনা চায় ঢাকা

Date:

আগামী সপ্তাহেই দিল্লিতে বসতে চলেছে জি ২০ বৈঠক। যেখানে যোগ দিতে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সেখানে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও(Sekh Hasina)। জানা গিয়েছে, এই বৈঠকের ফাঁকেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলচনায় বসতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, এই দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তার(Tista) জল নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করবেন বাংলাদেশের(Bangladesh) প্রধানমন্ত্রী(Prime Minister)।

রবিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ের সঙ্গে তিস্তার জল নিয়েও কথা হবে। বাংলাদেশের এজেন্ডায় তিস্তা থাকছে, জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রসচিব। প্রসঙ্গত, ১০ বছরের বেশি হয়ে গেল উত্তরবঙ্গের এই নদীর জল বাংলাদেশকে দেওয়া নিয়ে চুক্তি সম্পাদন আটকে আছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, তিস্তার পাশাপাশি হাসিনা আসন্ন ভারত সফরে গঙ্গার জল বণ্টন নিয়েও আলোচনা চান। ১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে নতুন করে গঙ্গার জল বণ্টন চুক্তি হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬-এ। ফলে ওই চুক্তি পুনর্নবীকরণের বিষয়টি ঢাকার অগ্রাধিকারের তালিকায় আছে। এখন থেকে আলোচনা শুরু না করা গেলে ২০২৬-এ চুক্তির মেয়াদ শেষের আগে সিদ্ধান্ত করা কঠিন হবে, মনে করছে হাসিনা সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর সংখ্যা ৫৪। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, তিস্তা, গঙ্গা-সহ ৫৪টি নদীর জলের ভাগ বাটোয়ারা নিয়ে দু’দেশের মধ্যে নিরন্তর আলোচনা চলে।

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version