অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি হাসপাতালে

0
1

বুকে নতুন করে সংক্রমণ, শরীরেরও অসম্ভব ব্যাথা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। শনিবারই দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়াকে। সূত্রের খবর, তাঁর গায়ে জ্বরও রয়েছে।

আরও পড়ুনঃ আচার্যের পর উপাচার্যই, বিশ্ববিদ্যালয়গুলি সরকারের নির্দেশ নিয়ম মানতে বাধ্য নয়! রাজ্যপালের নির্দেশ নিয়ে বিতর্ক তুঙ্গে

৭৬ বছর বয়সি কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী লোকসভার বাদল অধিবেশনে যোগ দিয়েছিলেন। গত শুক্রবার মুম্বইতে এনডিএ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দু’দিনের বৈঠকেও উপস্থিত ছিলেন। সেখান থেকে ফেরার পরই তাঁর বুকে সংক্রমণের সমস্যা নতুন করে দেখা দেয়। তারপরই দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়াকে।