নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় সিবিআইকে ভর্ৎসনা করল আদালত। সিবিআইকে ভর্ৎসনা করলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বলেছেন,সিবিআই এক্ষেত্রে আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে, যা কাম্য নয়। এর আগে মামলায় যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারক। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনারকে এই নির্দেশ দিয়েছিলেন বিচারক। তা সত্ত্বেও জিজ্ঞাসাবাদের ব্যাপারে সিবিআই কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার।
প্রসঙ্গত, একটি চিঠিতেই শোরগোল ফেলে দিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। আদালতে দেওয়া চিঠিতে তিনি দাবি করেছিলেন বিশেষ কয়েকটি নাম বলতে তাঁকে চাপ দিচ্ছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। সেই চিঠির জল গড়ায় অনেক দূর। এবার সেই চিঠি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হল কলকাতা পুলিশ ও সিবিআই-এর দুই উচ্চপদস্থ কর্তাকে।