Thursday, August 28, 2025

দোষীরা কঠোর শা.স্তি পাবে: মৃ.ত ছাত্রের বাবা-মাকে আশ্বাস মুখ্যমন্ত্রীর, ভাইয়ের শিক্ষার ভার নিল রাজ্য

Date:

দোষীরা কেউ ছাড়া পাবে না। নবান্নে যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মৃত পড়ুয়ার ভাইয়ের লেখাপড়ার দায়িত্বও নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা হবে স্বপ্নদীপের নামে, ওখানে ওর একটি মূর্তি বসানো হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত ছাত্রের বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সোমবার, দুপুর আড়াইটা নাগাদ নবান্নে আসেন তাঁরা। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন,  ছাত্রমৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, এই ঘটনায় যুক্ত কেউ যেন ছাড়া না পায়। অপরাধীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে তাঁদের সামনেই প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন বলে দাবি মৃত পড়ুয়ার বাবার।

পাশাপাশি, নদিয়ার বগুলায় যে সরকারি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেটিও ওই মৃত ছাত্রর স্মৃতিতে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁদের ছোট ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন মমতা। তার লেখাপড়ার খরচ ও পরিবারের নিরাপত্তা রাজ্য সরকার দেবে বলে জানান মুখ্যমন্ত্রী।

কসবায় ছাত্রের র*হস্যমৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য, মুখে কুলুপ স্কুলের

৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur Universty) প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের দেহ মেইন হস্টেলের নীচে রক্তাক্ত ও নগ্ন অবস্থায় পাওয়া যায়। পরের দিন ছাত্রের মৃত্যু হয়। ঘটনার নেপথ্যে র‍্যাগিং ও খুনের অভিযোগ আনে পরিবার। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রমৃত্যুর পরে নদিয়ায় ছাত্রের বাড়িতে গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। গিয়েছিল তৃণমূলের (TMC) প্রতিনিধি দলও। মৃত ছাত্রের বাবার সঙ্গে ফোনে কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। সুবিচার অবশ্যই পাবেন বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

 

 

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version