Tuesday, May 6, 2025

দোষীরা কঠোর শা.স্তি পাবে: মৃ.ত ছাত্রের বাবা-মাকে আশ্বাস মুখ্যমন্ত্রীর, ভাইয়ের শিক্ষার ভার নিল রাজ্য

Date:

দোষীরা কেউ ছাড়া পাবে না। নবান্নে যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মৃত পড়ুয়ার ভাইয়ের লেখাপড়ার দায়িত্বও নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা হবে স্বপ্নদীপের নামে, ওখানে ওর একটি মূর্তি বসানো হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত ছাত্রের বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সোমবার, দুপুর আড়াইটা নাগাদ নবান্নে আসেন তাঁরা। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন,  ছাত্রমৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, এই ঘটনায় যুক্ত কেউ যেন ছাড়া না পায়। অপরাধীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে তাঁদের সামনেই প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন বলে দাবি মৃত পড়ুয়ার বাবার।

পাশাপাশি, নদিয়ার বগুলায় যে সরকারি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেটিও ওই মৃত ছাত্রর স্মৃতিতে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁদের ছোট ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন মমতা। তার লেখাপড়ার খরচ ও পরিবারের নিরাপত্তা রাজ্য সরকার দেবে বলে জানান মুখ্যমন্ত্রী।

কসবায় ছাত্রের র*হস্যমৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য, মুখে কুলুপ স্কুলের

৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur Universty) প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের দেহ মেইন হস্টেলের নীচে রক্তাক্ত ও নগ্ন অবস্থায় পাওয়া যায়। পরের দিন ছাত্রের মৃত্যু হয়। ঘটনার নেপথ্যে র‍্যাগিং ও খুনের অভিযোগ আনে পরিবার। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রমৃত্যুর পরে নদিয়ায় ছাত্রের বাড়িতে গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। গিয়েছিল তৃণমূলের (TMC) প্রতিনিধি দলও। মৃত ছাত্রের বাবার সঙ্গে ফোনে কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। সুবিচার অবশ্যই পাবেন বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

 

 

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version