Saturday, May 3, 2025

পূর্ব ঘোষণা মতো সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গেল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল (UGC Delegation Team)। এদিন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি হস্টেলেও যান প্রতিনিধি দলের সদস্যরা। সব পক্ষের সঙ্গেই আলাদা আলাদা করে কথা বলে সেদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় ইউজিসি-র চার সদস্যের প্রতিনিধি দল। তবে সোমবারেই তাঁরা ফিরে যাবেন না কি কলকাতায় থেকে যাবেন, তা স্পষ্ট নয়।

পাশাপাশি এদিন বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করতে পারে ইউজিসি। খতিয়ে দেখা হবে র‌্যাগিং সংক্রান্ত নিয়মকানুনও। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে কয়েকটি রিপোর্টও চাইতে পারেন ইউজিসির প্রতিনিধিরা। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের পিছনের গেট থেকে অরবিন্দ ভবনে প্রবেশ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। উপাচার্য বুদ্ধদেব সাউ (Vice Chancellor Buddgadeb Shaw) ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে করেন বৈঠক করেন তাঁরা। পরে তাঁরা মেইন হস্টেলে গিয়ে কথাবার্তা বলেন পড়ুয়াদের সঙ্গেও।

তবে এদিন সাংবাদিকরা ইউজিসি-র প্রতিনিধি দলের পরিদর্শন প্রসঙ্গে প্রশ্ন করা হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, আমাদের সঙ্গে তাঁরা দেখা করতে চেয়েছেন। তাঁরা আজ ভিজিট করতে এসেছেন, তাঁদের দেখা করার আছে বা কারও সঙ্গে কথা বলার আছে। আমাদের বলেছেন ভিজিট করতে আসছি, আর কিছু নয়। এছাড়া এদিন উপাচার্যকে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে উপাচার্য দাবি করেন, ব়্যাগিং নিয়েই যে ইউজিসি-র প্রতিনিধিরা দেখা করতে এসেছেন এই বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। তিনি বলেন, ইউজিসি কী করতে এসেছে, তারাই জানে।

 

উল্লেখ্য, ইউজিসির গাইডলাইনস মানছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়, তা নিয়ে প্রশ্ন তুলে আগেই যাদবপুরকে চিঠি দেয় ইউজিসি। প্রথম দফায় উত্তরও দেয় যাদবপুর। কিন্তু গুঞ্জন ওঠে ক্যাম্পাসে আসতে পারে ইউজিসির প্রতিনিধি দল। আর সেই গুঞ্জন সত্যি করেই সোমবার যাদবপুরে এল প্রতিনিধি দল।

 

 

 

 

 

 

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version