Wednesday, August 20, 2025

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই শুরু বৃষ্টি

Date:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সকাল থেকেই আকাশের মুখ ভার। রবিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি (Rain)। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, সোমবার সারাদিনই চলবে মুষলধারে বৃষ্টি। এর জেরে জলমগ্ন হতে পারে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। যার জেরে সোমবার অফিসে কাজে বেরিয়ে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। এদিকে শনিবার থেকেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বর্ষণ।

এদিকে তীব্র যানজটের জেরে নাকাল হতে পারেন অফিসযাত্রীরা। পাশাপাশি, লাগাতার বৃষ্টিতে জলে ডুবতে পারে শহরের নীচু জায়গাগুলি। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছে ২৯ মিলিমিটার। পাশাপাশি এদিন সকাল থেকে সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে কলকাতায়। এর জেরে শহরের নীচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তবে শুধু কলকাতাই নয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সোমবার বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

অন্যদিকে, বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিছুতেই কাটছে না। তবে নিম্নচাপের বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে গরম থেকে। পাশাপাশি উপকূলের জেলাগুলিতেও সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

 

 

 

 

 

 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version