Saturday, November 8, 2025

সংসদের বিশেষ অধিবেশনে একসুর I.N.D.I.A.-র: সিদ্ধান্ত জোটের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠকে

Date:

সংসদের বিশেষ অধিবেশনে এক সুরে কথা বলবে I.N.D.I.A.। জোটের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত হয়। বিরোধী দলের সঙ্গে আলোচনা না করেই ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনের সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। এতে ক্ষুব্ধ বিরোধী দলগুলি। এদিন, সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে বিরোধী রণকৌশল ঠিক করতে ইন্ডিয়া জোটের সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে।

সূত্রের খবর, মোদি সরকারের অগণতান্ত্রিক পরিকল্পনার বিরুদ্ধে সংসদে I.N.D.I.A.-র একসুরে কথা বলার প্রস্তুতি হয়েছে এদিনের বৈঠকে। তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O’Brian)। বৈঠকে নেতারা ‘ইন্ডিয়া’র ভয়ে বিজেপির সরকারি স্তরে ‘ভারত’ নাম করা নিয়ে আলোচনা করেন। পাঁচটি রাজ্যের আসন্ন নির্বাচনের পাশাপাশি আগামী বছরের লোকসভা নির্বাচনের জন্য কৌশল নিয়েও আলোচনা হয়। এছাড়াও বিশেষ অধিবেশনে ইন্ডিয়া শিবিরের কৌশল কী হতে চলেছে তা নিয়েও চলে চর্চা।

যেহেতু কেন্দ্রীয় সরকার বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা সম্পর্কে কিছু জানায়নি, ফলে এই মুহূর্তের সমস্ত জ্বলন্ত ইস্যুগুলি অর্থাৎ এক দেশ এক নির্বাচন, মহিলা সংরক্ষণ বিল, আদানি-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। মহিলা সংরক্ষণ বিল নিয়ে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, “বিল আনা বা কার্যকর করার আগেই মহিলাদের ৩০ শতাংশ আসন সংরক্ষিত করেছে তৃণমূল। বিজেপির মহিলা সাংসদ ১৪ শতাংশ। তৃণমূলের মহিলা সাংসদ ৩০ শতাংশ।” ২০২২ এর শীতকালীন অধিবেশনে ১৯ ডিসেম্বর রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের দাবি জানিয়েছিলেন ডেরেক।

এদিকে মোদি সরকারের জাতীয় স্বার্থ বিরোধী পরিকল্পনা রুখে দিতে ইন্ডিয়া বৈঠকের পাশাপাশি কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর দলীয় বৈঠকেও উঠে আসে বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন, আসন সমঝোতা, সরকারিভাবে ইন্ডিয়ার বদলে ভারত নামের ব্যবহার সহ একাধিক ইস্যু। এই বিষয় নিয়েই বিজেপিকে আক্রমণ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, তা হলে যেটা শুনেছিলাম, সেটাই সত্যি! ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে জি২০ নেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’, অথচ চিরাচরিত ভাবে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ লেখাই দস্তুর।’’ তিনি আরও বলেন, মোদি ইতিহাসকে বিকৃত করে ভারতকে বিভক্ত করতে পারেন। সর্বোপরি ইন্ডিয়ার দলগুলির উদ্দেশ্য ভারতে সম্প্রীতি, মিলন- জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া।

আরও পড়ুন- শিক্ষকতায় বিশেষ অবদান, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার একাধিক শিক্ষক

 

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version