Sunday, November 16, 2025

টেট পাশের নম্বর নিয়ে বহাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়

Date:

টেট পাশের নম্বর নিয়ে আপাতত বহাল থাকল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়।তার রায়ের ওপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত। বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন এমনটাই জানিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ। গত বছর ৩ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সংক্রান্ত নির্দেশ দেন। নির্দেশে তিনি বলেছিলেন, ২০১৪ এবং ২০১৭ র টেটে সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা ৮২ পেয়েছেন তাদের টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করতে হবে। একইসঙ্গে এই প্রার্থীদের ২০২২-র ইন্টারভিউয়ে বসার সুযোগ দিতে হবে।

মামলাকারীদের দাবি ছিল, ২০১৪ এবং ২০১৭ এর টেটে সংরক্ষিত বিভাগের বহু প্রার্থী ১৫০ এর মধ্যে ৮২ নম্বর পেয়েছেন। সেই সব চাকরিপ্রার্থীরা গড়ে ৫৪.৬৭ শতাংশ নম্বর পেয়েছেন। নিয়ম অনুসারে ৫৪.৬৭ শতাংশকে ৫৫ শতাংশ নম্বর হিসাবে গণ্য করতে হবে। ৫৫ শতাংশ নম্বর পেলেই ওই প্রার্থীরা টেট উত্তীর্ণ হিসেবে মান্যতা পাবেন।

উল্লেখ্য, সংরক্ষিত আসন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানায় চাকরি প্রার্থীদের একাংশ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে যায় এই মামলা। কিন্তু দুই বিচারপতির মতানৈক্যের কারণে তখন এই মামলার সুরাহা হয়নি। তখন এই মামলা বিচারপতি সুব্রত ভট্টাচার্যের একক বেঞ্চে যায়। এদিন সেই মামলায় বড় নির্দেশ দিল একক বেঞ্চ। এরপর প্রার্থীদের ইন্টারভিউয়ে বসার ক্ষেত্রে কোনও সমস্যা রইল না বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার আদালতে ১১ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতি’ ফাঁস করার কথা বলে সিবিআই। পালটা বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, এমন দুর্নীতি দ্রুত প্রকাশ্যে আনা উচিত। ভরা এজলাসে তিনি বলেন, ‘আর ক’দিন পর তো চলেই যাব। তবে যাওয়ার আগে আমি কিছু করে যেতে চাই। বিপ্লব দীর্ঘজীবী হোক… দেরি করে এজলাসে আসার জন্য অনেকেই আমার উপর ক্ষুব্ধ। কিন্তু আমি সময়ে চেষ্টা করছি এজলাসে আসার জন্য’।

 

 

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version