Sunday, November 9, 2025

বয়স মাত্র ত্রিশ বছর, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দলে তার নামও আছে। সেই কুইন্টন ডি’কক হঠাৎ করেই ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করলেন! আসন্ন বিশ্বকাপেই শেষবার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে জার্সি পরে খেলতে দেখা যাবে তাকে। বিশ্বকাপের পরেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন দলের উইকেটরক্ষক-ব্যাটার।ডি ককের অবসর প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টর এনোখ এনকুয়ে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন কুইন্টন ডি কক।আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে তিনি নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন। বছরের পর বছর তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি অধিনায়কত্বের আর্মব্যান্ডও পরেছিলেন। এটা এমন এক সম্মান যা খুব কম লোকই পায়।

তিনি আরও বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেট থেকে তার সরে আসার সিদ্ধান্তটি আমরা বুঝতে পেরেছি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বছরের পর বছর অবদান রাখার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। সেইসঙ্গে তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখার জন্য মুখিয়ে আছি।

প্রসঙ্গত,সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বড় ভরসা ছিলেন ডি’কক। দলের হয়ে ১৪০টি ওয়ানডে ম্যাচ খেলে ১৭টি সেঞ্চুরি সহ ৫৯৬৬ রান করেছেন। এই বাঁহাতি ব্যাটারের গড় ৪৪.৮৬ গড় এবং স্ট্রাইক রেট ৯৬.০৮!  এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের মাঝেই আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ডি’কক। পরিবারকে সময় দেওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ওয়ানডে থেকে অবসর ঘোষণার কোনও কারণ জানাননি ডি’কক।

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version