Saturday, November 15, 2025

মধ্যরাতে প্রথম শো, কিন্তু দিল্লিতে দেখা যাবে না শাহরুখের ‘জওয়ান’?

Date:

অপেক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিগ স্ক্রিনে জওয়ান অবতারে বলিউড বাদশার (Shahrukh Khan)আবির্ভাব। উন্মাদনার নিরিখে অতীতের সব রেকর্ড আগেই ছাপিয়ে গেছেন শাহরুখ ফ্যানেরা। সারা দেশের সব সিনেমা হলে সাজো সাজো রব। যে পরিমাণ অগ্রিম বুকিং হচ্ছে তাতে বিশেষজ্ঞরা মনে করছেন, শাহরুখের (Shah Rukh Khan) কামব্যাক ছবিকেও ছাপিয়ে যাবে ‘জওয়ান’(Jawan)। অপেক্ষা যেন আর তর সইছে না। তাই সকালে নয় মধ্যরাতেই সিনেমার প্রথম শো রাজ্যে। শহর কলকাতায় ‘জওয়ান’-এর (Jawan) প্রথম শো বৃহস্পতিবার ভোর পাঁচটায়। রায়গঞ্জে নাকি ২.৪৫ মিনিটেই ছবির প্রথম শোয়ের ব্যবস্থা করে ফেলেছে কল্যাণী মাল্টিপ্লেক্স। কিন্তু ‘জওয়ান’ (Jawan) শাহরুখের ধুন্ধুমার অ্যাকশন দেখতে পাবেন কি দিল্লির অনুরাগীরা?

দক্ষিণ ভারতের নায়িকা, পরিচালক আর সঙ্গীত পরিচালক মিলে শাহরুখ খানকে কোন নয়া অবতারে হাজির করছেন সেটা ট্রেলারে কিছুটা স্পষ্ট। এবার অনুমানকে বড়পর্দায় মিলিয়ে নেবার পালা। শাহরুখ অনুরাগীরা আজ রাত জাগবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেউ কাকভোরে সিনেমা দেখবেন কেউ আবার উত্তেজনার বশেই সারারাত ঘুমোতে পারবেন না। এবার কি তাহলে প্রথমদিনই ১০০ কোটি ছুঁয়ে ফেলবে? অগ্রিম বুকিংয়ের নিরিখে সিনে বিশ্লেষকদের একাংশ মনে করছেন শাহরুখের ছবির ব্যবসা ৭৫ কোটি প্রথম দিনেই ছাড়িয়ে যাবে। আরেক দল বলছে মতে মুক্তির অন্তত ৬০-৭০ কোটি টাকা আয় তো হবেই। তবে দুই ক্ষেত্রেই তা ‘পাঠান’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছাড়িয়ে যাবে।যদিও এটা শুধুই দেশের রেকর্ড। বিদেশেও নজরকাড়া উন্মাদনা। কিন্তু এত আগ্রহের মাঝে কিছুটা আশাহত দিল্লির শাহরুখ ফ্যানেরা। বেশ কয়েকটি সিনেমা হলে নাকি উইকএন্ড শো দেখার সুযোগ দর্শকরা পাবেন না। কেন? আসলে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে G20 সামিট (G20 Summit) হবে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে শুক্রবার অর্থাৎ ৮ তারিখ থেকেই দিল্লিতে নানা জায়গায় বিধিনিষেধ থাকছে । এই পরিস্থিতিতে দিল্লিতে PVR প্লাজা, INOX ওডিয়ন, PVR রিভলি, PVR ECX-এর মতো মাল্টিপ্লেক্স ওই দুদিন শো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version