Friday, November 14, 2025

ভুয়ো খবর মোকাবিলায় দেবাংশুকে মাথায় রেখে দলের আইটি সেলকে ঢেলে সাজালো তৃণমূল

Date:

বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় তৃণমূল কংগ্রেস। দলের নতুন প্রজন্মের নেতা-সমর্থকরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন তুলে ধরছেন। একইসঙ্গে বিভিন্ন বিরোধীদের সমালোচনা করেছেন। এরই মাঝে গতবছর তৃণমূলের আইটি সেলের মাথায় বসানো হয়েছিল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে। একদিকে যেমন রাজ্যের উন্নয়ন তুলে ধরা এই আইটি সেলের লক্ষ্য, অন্যদিকে বিজেপি সহ বিরোধীদের ফেক নিউজ বা ভুয়ো খবর রুখতে তৃণমূলের এই বিশেষ শাখা খুবই কার্যকরী ভূমিকা নিচ্ছে। তবে এতদিন পূর্ণাঙ্গ কোনও কমিটি ছিল না। এবার আইটি সেল ও সোশ্যাল মিডিয়া সেলের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করল রাজ্যের শাসক দল।

এদিকে আগামী বছর লোকসভা ভোট। তার আগে নতুন করে আইটি ও সোশ্যাল মিডিয়া সেল ইউনিটকে ঢেলে সাজলো ঘাসফুল শিবির। এবার মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৈরি হল সেই কমিটি। কমিটির মাথার রাখা হয়েছে দেবাংশুকে-ই। এই কমিটিতে একদিকে যেমন আইটি ও সোশ্যাল মিডিয়াতে দক্ষ নতুন প্রজন্মের সদস্যদের রাখা হয়েছে, ঠিক তেমনি রয়েছেন বহু ক্ষেত্রের বিশিষ্টজনেরা।

এদিন সংবাদ মাধ্যমকে দেবাংশু বলেন, “সোশ্যাল মিডিয়া থেকেই পরিচিতি আর ভালবাসা পাওয়া। দলের ছাত্র-যুবর পাশাপাশি নতুন একটি শাখা তৈরি হল। এবার নতুন করে কিছু করার সুযোগ পাব। আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ।”

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version