Sunday, August 24, 2025

কিংস কাপে ইরাকের বিরুদ্ধে দু’বার এগিয়ে থেকেও হারের মুখ দেখল ভারতীয় দল। নির্ধারিত সময়ে ম‍্যাচের ফলাফল না আসায়, ম‍্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। শেষমেশ টাইব্রেকারে ৫-৪ ফলাফলে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া।

বৃহস্পতিবার থাইল্যান্ডের চিয়াং মাইয়ে স্টেডিয়ামে প্রথম থেকেই ম‍্যাচে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। শক্তিশালী ইরাককে বেশ চ্যালেঞ্জ দেয় ইগর স্টিম‍্যাচের দল। ম্যাচের ৯ মিনিটে দুরন্ত সেভ করেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সিন্ধু। ম‍্যাচের ৯ মিনিটে ফ্রি কিক পায় ইরাক। শেষ পর্যন্ত দারুণ সেভ দেন গুরপ্রীত। প্রথমে শুরুটা ভালো করেছিল ইরাক, তবে ধীরে ধীরে ম‍্যাচের রাশ ধরে ভারত। যার ফলে ম‍্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। মহেশের গোলে এগিয়ে যায় ভারত। সামাদের পাশ থেকে গোল করলেন মহেশ। ম্যাচের ২৩ মিনিটে দারুণ একটা সুযোগ তৈরি করেছিল ভারত। তবে তা কাজে লাগাতে পারেনি টিম ইন্ডিয়া। বাঁ দিক থেকে মনবীর সিং বল নিয়ে উঠে আশিককে বল দিয়েছিল। ভারত ইরাকের বক্সে ঢুকে গিয়েছিল কিন্তু শেষ পযন্ত গোলের মুখ খুলতে পারেনি স্টিম‍্যাচের দল। তবে এরই মধ‍্যে পেনাল্টি পায় ইরাক। বক্সের ভিতরে বল হাতে লাগল সন্দেশ ঝিঙ্গানের। পেনাল্টি পায় ইরাক। পেনাল্টি থেকে গোল করে সমতায় ফিরল ইরাক। ম্যাচের ২৮ মিনিটে পেন করিম পেনাল্টি থেকে গোল করে ইরাককে সমতায় ফেরাল। এরপর ম্যাচের ৩৩ মিনিটেও সুযোগ চলে এসে গিয়েছিল ইরাকের সামনে। ফ্রি কিক থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল ইরাক। তবে শেষ মুহূর্তে গুরপ্রীত দারুণ একটা সেভ দেন এবং বলটি পোস্টে লেগে বেরিয়ে যায়। এরপর আক্রমণে গেলেও দু’দলই প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় টিম ইন্ডিয়া। যার ফলে ম‍্যাচের ৫১ মিনিট ২-১ গোলে এগিয়ে যায় ব্লুজরা। ম‍্যাচের ৫১ মিনিটে মনবীর সিং বল নিয়ে ইরাকের বক্সে এগিয়ে যান, সেখানে আকাশ মিশ্র উপস্থিত ছিলেন। আকাশকে বল দেন মনবীর। সেই বল ইরাকের গোলে মারেন আকাশ। সেখানে বল সেভ দেন ইরাকের গোলরক্ষক। তবে বলটি সেভ দেওয়ার পরিবর্তে বলটি তাঁর হাতে লেগে গোলে ঢুকে যায়। ২-১ এগিয়ে যায় ভারত। এরপর প্রথম পরিবর্তন করে স্টিম‍্যাচ। ম্যাচের ৫৭ মিনিটে আশিক কুরুনিয়ানের জায়গায় রহিম আলিকে মাঠে নামন স্টিম‍্যাচ। তবে এরই মধ‍্যে ম‍্যাচের ৭৮ মিনিটে ফের পেনাল্টি পায় ইরাক। ফের ভুল করে বসলেন সন্দেশ। সন্দেশ ঝিঙ্গান এবং নিখিল পূজারীর ভুলে পেনাল্টি পায় ইরাক। সেখান থেকে ভুল করেননি ইরাকের ফুটবলার। ফের পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে ইরাক। তবে এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দল। নির্ধারিত সময় পযর্ন্ত ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারে ৫-৪ ফলাফলে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক জেসিন টিকের

 

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version