Wednesday, August 20, 2025

মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান, ভূমিধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। প্রাকৃতিক বিপর্যয়ের রোষে ভয়ঙ্কর পরিস্থিতি কংগ্রেস শাসিত এই রাজ্যের। প্রাকৃতির রোষানলের সঙ্গে। মোকাবিলা করে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে হিমাচল। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর দাবি, পর্যটকদের জন্য হিমাচল প্রদেশ এখন নিরাপদ। তারই মাঝে প্রাকৃতিক দুর্যোগ বিধ্বস্ত হিমাচল প্রদেশের সরকারকে বিপর্যয় মোকাবিলার জন্য এক কোটি টাকা আর্থিক সাহায্য দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার বিধানসভায় একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাহায্যের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী আসলে INDIA জোট ঐক্যকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, মোদি বিরোধী এই জোটের অন্যতম শরিক কংগ্রেস।

কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়েছেন সনিয়া গান্ধী। সংসদের বিশেষ অধিবেশনে বিরোধীরা কী কী বিষয়ে আলোচনা চাইছে, তা তিনি চিঠিতে তুলে ধরেছেন। সেখানেও বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক বিপর্যয়ের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি তুলেছেন সোনিয়া গান্ধী।

প্রসঙ্গত, এর আগে হিমাচলের প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা বীরভদ্র সিংও প্রধানমন্ত্রীর কাছে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত হিমাচলকে আগের জায়গায় ফিরিয়ে আনার আর্জি জানান। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যাতে এই বিপর্যয়ের পর হিমাচলকে দুর্যোগ-বিধ্বস্ত রাজ্য হিসেবে ঘোষণা করে, তার আর্জি জানান। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের পাশে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্য ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ।

 

 

 

 

 

 

 

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version