Thursday, August 21, 2025

মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান, ভূমিধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। প্রাকৃতিক বিপর্যয়ের রোষে ভয়ঙ্কর পরিস্থিতি কংগ্রেস শাসিত এই রাজ্যের। প্রাকৃতির রোষানলের সঙ্গে। মোকাবিলা করে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে হিমাচল। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর দাবি, পর্যটকদের জন্য হিমাচল প্রদেশ এখন নিরাপদ। তারই মাঝে প্রাকৃতিক দুর্যোগ বিধ্বস্ত হিমাচল প্রদেশের সরকারকে বিপর্যয় মোকাবিলার জন্য এক কোটি টাকা আর্থিক সাহায্য দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার বিধানসভায় একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাহায্যের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী আসলে INDIA জোট ঐক্যকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, মোদি বিরোধী এই জোটের অন্যতম শরিক কংগ্রেস।

কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়েছেন সনিয়া গান্ধী। সংসদের বিশেষ অধিবেশনে বিরোধীরা কী কী বিষয়ে আলোচনা চাইছে, তা তিনি চিঠিতে তুলে ধরেছেন। সেখানেও বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক বিপর্যয়ের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি তুলেছেন সোনিয়া গান্ধী।

প্রসঙ্গত, এর আগে হিমাচলের প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা বীরভদ্র সিংও প্রধানমন্ত্রীর কাছে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত হিমাচলকে আগের জায়গায় ফিরিয়ে আনার আর্জি জানান। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যাতে এই বিপর্যয়ের পর হিমাচলকে দুর্যোগ-বিধ্বস্ত রাজ্য হিসেবে ঘোষণা করে, তার আর্জি জানান। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের পাশে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্য ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ।

 

 

 

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version