Monday, May 5, 2025

ইন্ডিয়া মুছে শুধুই ভারত নামে ‘না’, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিল মোদির সরকার

Date:

ইন্ডিয়া(India) নাম মুছে ফেলে দেশের নাম শুধুই ভারত(Bharat) রাখতে উদ্যত হয়েছে কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। যদিও ৭ বছর আগে এমনই এক প্রস্তাব পত্রপাঠ খারিজ করেছিল নরেন্দ্র মোদির সরকার। সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, আজ থকে ৭ বছর আগে দেশের নাম ইন্ডিয়া মুছে শুধু ভারত রাখার দাবিতে শীর্ষ আদালতে(Supreme Court) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেখানে কেন্দ্রের তরফে আদালতে হলফনামা দিয়ে এই ধরণের পদক্ষেপ পুরোপুরি খারিজ করা হয়।

উল্লেখ্য, নিরঞ্জন ভটওয়াল নামে মহারাষ্ট্রের এক ব্যক্তি ২০১৫ সালে ‘ইন্ডিয়া’ নাম বাতিল করে কেবলমাত্র ‘ভারত’ নামটিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা করেছিলেন। কিন্তু সেই সময়, সুপ্রিম কোর্টের তদানীন্তন প্রধান বিচারপতি টিএস ঠাকুর এবং বিচারপতি ইউইউ ললিত সেই আবেদন খারিজ করে দেন। ২০১৬ সালের ওই মামলার রায়ে শীর্ষ আদালত জানিয়েছিল, দেশের প্রতিটি নাগরিকের ‘ইন্ডিয়া’ এবং ‘ভারত’ দু’টি নামই ব্যবহারের অধিকার রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ঘটনাচক্রে ওই রায়ের আগে ২০১৫-র নভেম্বরে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মোদি সরকার জানিয়েছিল, ভারতীয় সংবিধানের à§§ নম্বর অনুচ্ছেদে ‘ইন্ডিয়া’ এবং ‘ভারত’ দু’টি নামই রয়েছে। তার পরিবর্তন ঘটনোর প্রয়োজন নেই। মোদির জামানায় ২০১৬ সালে দুই বিচারপতির বেঞ্চ রায়ে ‘ইন্ডিয়া’ নাম বাতিলের আর্জি খারিজ করে বলেছিল, “এ ধরনের আবেদন অর্থহীন।” সেই ঘটনার à§­ বছর পর এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হঠাৎ মোদি সরকারের তরফে এই নাম বদলের পরিকল্পনা কেন? এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের দাবি, বিরোধী জোটের আতঙ্কেই তড়িঘড়ি নাম বদলের এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। কারণ বিরোধী রাজনৈতিক দল তাদের মহাজোটের নাম রেখেছে Indian National Developmental Inclusive Alliance বা INDIA. দেশের নামের সঙ্গে মিল রেখে জোটের নাম রাখায় নির্বাচনী লড়াইয়ের শুরুতেই ব্যাকফুটে NDA. মনে করা হচ্ছে, এর জেরেই দেশের নাম বদলে শুধু ভারত রাখতে উদ্যত হয়েছে মোদি সরকার।

প্রসঙ্গত, জি২০ শীর্ষবৈঠকে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের আমন্ত্রণপত্র মঙ্গলবার প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে সেই পত্রে লেখা রয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এরপরই এ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশের জন্যই আগামী à§§à§®-২২ ডিসেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও জল্পনা দানা বেঁধেছে। যদিও সরকারের তরফে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version