Sunday, August 24, 2025

বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মা*ন্তিকভাবে মৃ*ত্যু কর্তব্যরত পুলিশ কর্মী সহ ১ সিভিক ভলান্টিয়ারের, আহ*ত ৪

Date:

বেপরোয়া গতির কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মী-সহ ২ জনের। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে। জখম আরও তিন পুলিশ কর্মী। ঘাতক কন্টেনারটিকে আটক করলেও চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ম.র্মান্তিকভাবে মৃ.ত্যু কলেজ পড়ুয়ার
কাকভোরে মর্মান্তিক এই দুর্ঘটনার পর পরই আহত পুলিশকর্মীদের উদ্ধার করে তাঁদের স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় হোটেলকর্মীরা। কিন্তু তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন খড়গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোজকার মতই বুধবার রাতে জাতীয় সড়কে পেট্রলিংয়ের কাজ করছিলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। কিন্তু আচমকাই দাঁড়িয়ে থাকা দ্রুত গতিতে থাকা একটি কন্টেনার ধাক্কা মারে কর্তব্যরত পুলিশকর্মী সহ ২ জনকে। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থনীয়রা। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মী এবং এক সিভিক ভলান্টিয়ারের। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুর মেডিক্যালে তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে ঘাতক কন্টেনারটির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রত্যদর্শীরা জানান, দুর্ঘটনার তীব্রতায় গাড়ির পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভিতর থেকে ভেসে আসছিল পুলিশ কর্মীদের আর্তনাদ। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে।

 

Related articles

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...
Exit mobile version