Tuesday, August 26, 2025

অনুমোদন না থাকার অভি.যোগে সেন্ট অগাস্টিন স্কুলে অভিভাবকদের বিক্ষো.ভ

Date:

বৃহস্পতিবারের সকালে অভিভাবকদের বিক্ষোভে সরগরম রিপন স্ট্রিটের সেন্ট অগাস্টিন স্কুল (St Augustine’s  School)। অনুমোদন না থাকা সত্ত্বেও কী করে স্কুল পড়ুয়াদের ভর্তি করাচ্ছে বা পরীক্ষার ব্যবস্থা করছে তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ (Police Station) ঘটনাস্থলে পৌঁছলে স্কুলেই অভিভাবকরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। যদিও স্কুল কর্তৃপক্ষের (School Authority) তরফে কোনও উত্তর পাওয়া যায়নি।

রিপন স্ট্রিটের সেন্ট অগাস্টিন স্কুলে এর আগেও অব্যবস্থার অভিযোগ উঠেছিল। অভিভাবকরা বলছেন আইসিএসসি (ICSC) এবং আইএসসি অনুমোদন রয়েছে বলে প্রচার করা হলেও পরীক্ষার সময় পড়ুয়াদের অন্য স্কুলে পাঠানো হয়। এর আগেও উপযুক্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও মর্নিং এবং ডে সেকশনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ উঠেছিল। অভিভাবকরা তখন প্রিন্সিপালকে চিঠিও দেন বলে জানা যাচ্ছে। কিন্তু তারপরেও কোন পদক্ষেপ করা হয়নি। এর পাশাপাশি স্কুলের নজরদারি থেকে শুরু করে মাত্রাতিরিক্ত খরচ নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তাঁরা স্পষ্ট জানাচ্ছেন স্কুলের অনুমোদন না থাকার কারণে পরের বছরে যারা ICSC বা ISC দেবেন সেইসব পড়ুয়ারা সমস্যায় পড়তে চলেছেন। কারণ অন্য স্কুলের সঙ্গে যদি চুক্তিবদ্ধ না হওয়া যায় তাহলে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে।

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version