Friday, August 22, 2025

“দেশের আত্মাকে আ.ক্রমণ করলে মূল্য চোকাতে হবে”! প্যারিসে বসে ‘নামবদল’ নিয়ে কেন্দ্রকে তো.প রাহুলের

Date:

ভারতের (India) আত্মাকে আক্রমণ করা হচ্ছে। এর মূল্য ওদের চোকাতেই হবে। প্যারিসে (Paris) বসে দেশের নাম বদল নিয়ে মোদি সরকারকে (Modi Govt) কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahil Gandhi)। জি ২০ সম্মেলন (G20 Summit) নিয়ে চূড়ান্ত ব্যস্ত মোদি সরকার। অথচ দেশের সাধারণ মানুষদের অভাব অভিযোগের কথা শোনার মতো প্রধানমন্ত্রীর হাতে বিন্দুমাত্র সময় নেই। রবিবার প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেন রাহুল। সেখানেই দেশের নাম বদল নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে একহাত নেন সোনিয়া তনয়।

এদিন রাহুল অভিযোগ করেন, যারা দেশের নাম বদলাতে চাইছেন, তারা আসলে ইতিহাসকে অস্বীকার করছেন। অসংখ্য মানুষের মূল্যবান অবদানের কথা তুলে ধরতে হবে আমাদের। কেউ যদি দেশের আত্মাকে আক্রমণ করে, তবে যেন উপযুক্ত মূল্য চোকাতেই হবে। পাশাপাশি নাম বিতর্কে রাহুলের আরও সংযোজন, সংবিধান অনুযায়ী ভারত (Bharat) এবং ইন্ডিয়া (India) দুটিই সঠিক। সম্ভবত আমরা জোটের নাম ইন্ডিয়া রাখার কারণে চরম অস্বস্তিতে পড়েছে কেন্দ্র। আর নামে ভয় পেয়েই এখন তড়িঘড়ি সেই দেশের নাম বদলানোর মতো জঘন্য কাজ করতে চাইছে ওরা।

তবে শুধু দেশের নাম বদলই নয়, এদিনের অনুষ্ঠান থেকে বিজেপির উগ্র হিন্দুত্ববাদ নিয়েও তোপ দাগেন কংগ্রেস নেতা। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতার অভিযোগ, বিজেপির সঙ্গে প্রকৃত হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। বিজেপি ক্ষমতা দখলের জন্যই সবকিছু করে। ওরা চায় জাতপাতের ভিত্তিতে সামান্য কিছু মানুষের হাতে ক্ষমতা কুক্ষিগত থাক। বিজেপি ক্ষমতা দখলের জন্য দুর্বলদের উপর সবরকম অত্যাচার করতে পারে। তবে রাহুল মনে করিয়ে দেন, উগ্র হিন্দুত্ববাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনও সম্পর্ক নেই। কোনও হিন্দু ধর্মগ্রন্থে লেখা নেই যে ধর্মের জন্য দুর্বলদের উপর অত্যাচার করতে হবে।

 

 

 

 

 

 

Related articles

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২২ অগাস্ট (শুক্রবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৯৪৫ ₹ ৯৯৪৫০ ₹ খুচরো পাকা সোনা ৯৯৯৫...

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...
Exit mobile version