Tuesday, November 4, 2025

ফের কলকাতায় উদ্ধার মা.দক! STF-র জালে ৭, টাকার অঙ্ক চমকে দেওয়ার মতো

Date:

ফের কলকাতা (Kolkata) থেকে উদ্ধার মাদক (Drugs)। পুলিশ সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) সামনে থেকে কোকেন-সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের ওজন কমপক্ষে ১৬৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা। দিন কয়েক আগেই হাওড়া থেকে বহুমূল্য মাদক বাজেয়াপ্ত করে এসটিএফ (Special Task Force)। আর সেই ঘটনার সূত্র ধরেই কলকাতার একাধিক জায়গায় লাগাতার তল্লাশি চালানো হচ্ছে।

জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে হাজির হন এসটিএফ আধিকারিকরা। ওই এলাকায় কড়া নজরদারি চালায় তাঁরা। কিছুক্ষণ পর একটি গাড়ি ও বাইকে করে মোট ৬ যুবক ওই জায়গায় হাজির হয়। কিছুক্ষণ পর আরও একজন ঘটনাস্থলে পৌঁছয়। এরপরই ৭ জনকে হাতেনাতে পাকড়াও করে এসটিএফ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ঋষি সাগর, রাহুল সিং, রিকি দত্ত, রাহুল দত্ত, অবিনাশ কুমার, সন্টি সিং ও অভিষেক ঠাকুর। ধৃতদের জেরা করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

এসটিএফ সূত্রে খবর, অবিনাশ কুমারের থেকে মাদক নেওয়ার কথা ছিল বাকি ৬ জনের। তবে তার আগেই মাদক-সহ তাঁদের গ্রেফতার করতেই ধৃতদের থেকে মেলে ১৬৫ গ্রাম কোকেন। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লক্ষ টাকা। তবে কোথা থেকে ওই মাদক আনা হয়েছিল? কোথায় তা পাঠানো হত? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তবে ফের শহরে কলেজের সামনে থেকে মাদক উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

 

 

 

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version