Wednesday, November 12, 2025

তৃণমূল কাউন্সিলরকে ফাঁসাতে গিয়ে কোন্নগরে শ্রীঘরে প্রৌঢ়

Date:

অন্য়কে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন প্রৌঢ়। কোন্নগরের ডিয়লডিতে তৃণমূল কাউন্সিলকে ফাঁসাতে গিয়ে নিজেই শ্রীঘরে গেলেন হুগলির কোন্নগরের (Konnagar) বাসিন্দা গোবিন্দ চৌধুরী।

হুগলির কোন্নগরের (Konnagar) ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর শুভাশিস চৌধুরী বছর কয়েক আগে একটি দোকান ঘর ভাড়া নেন ১৫ নম্বর ওয়ার্ডের গোবিন্দ চৌধুরীর থেকে। সেই দোকান ঘর অবৈধ ভাবে কাউন্সিলর দখল করে রেখেছেন- এই অভিযোগ করেন গোবিন্দ। এই নিয়ে আইনি টানাপোড়েন চলছিল। এই পরিস্থিতিতে সেপ্টেম্বর দোকানের বাইরে একটি ম্যাজিস্ট্রেটের নোটিশ লাগিয়ে দোকান ঘরে থাকা সমস্ত মালপত্র বাইরে বের করে দেন দোকান মালিক। সেই দিনই পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন কাউন্সিলর শুভাশিস চৌধুরী।

আরও পড়ুয়া: অধীর গড়ে বেসামাল কংগ্রেস, রানিনগরে তৃণমূলে যোগ ২ সদস্যের

অভিযোগ, যে ম্যাজিস্ট্রেটের অর্ডারকে হাতিয়ার করে দোকান মালিক গায়ের জোরে দোকান খালি করেছিলেন সেই অর্ডারটির অবৈধ। যে দোকান ঘর খালি করে দেওয়ার কথা হচ্ছিল সেই দোকানের চাবি মাস কয়েক আগেই তিনি হস্তান্তর করেছিলেন দোকান মালিককে। তার পরেও দোকান মালিক গোবিন্দ চৌধুরী জনসমক্ষে তাঁর সম্মানহানি করার জন্য এই পন্থা অবলম্বন করেছেন।

পুলিশ সূত্রে খবর, আদালতের যে রায় ছিল তাতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করা ছিল। সেই রায়কে বিকৃত করেন গোবিন্দ চৌধুরী। সেই কারণে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই বিষয়ে দোকান মালিক গোবিন্দ চৌধুরীর এবং তাঁর বাড়ির লোকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এভাবে কাউন্সিলরকে কেন হেনস্তা করতে চাইছে অভিযোগকারী সেই নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version