Wednesday, November 12, 2025

ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন কোকো গফ, খেতাব জিতে নজির গড়লেন আমেরিকান টেনিস তারকা

Date:

মহিলা সিঙ্গেলসে ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন কোকো গফ। ফাইনালে তিনি হারালেন বিশ্বের এক নম্বর ও মহিলা সিঙ্গেলসের দু’নম্বর টেনিস খেলোয়াড় এরিনা সাবালেঙ্কাকে। প্রথম সেটে হেরে যাওয়ার পরও দুরন্ত কামব‍্যাক করেন গফ। ম‍্যাচের ফলাফল ২-৬, ৬-৩, ৬-২। ইউএস চ‍্যাম্পিয়ন হয়ে নজির গড়েন গফ। সেরেনা উইলিয়ামসের পর তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় যার হাতে এই খেতাব উঠল। এর সঙ্গে সঙ্গে নিজের কেরিয়ারের প্রথম ইউএস ওপেনের ট্রফিও জিতে নিলেন এই আমেরিকান। শুধু তাই নয়, প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন গফ।

ম্যাচের শুরুটা অবশ্য একদম ভালো হয়নি কোকোর জন্য। নিজের আধিপত্য দেখিয়ে মাত্র ৪০ মিনিটে প্রথম সেটে এগিয়ে যান বিশ্বের এক নম্বর সাবালেঙ্কা। ফলে প্রথম সেটে হেরে বেশ চাপে পড়ে যান কোকো। তবে দ্বিতীয় সেটে ক‍ামব‍্যাক করেন তিনি। দ্বিতীয় সেটে গফকে আর দ্বিতীয় সেটে আর তাঁকে থামাতে পারেননি সাবালেঙ্কা। ৬-৩ জিতে সমতা ফেরান আমেরিকার কিশোরী। তৃতীয় সেটের প্রথম গেমেই সাবালেঙ্কার সার্ভিস ভেঙে এগিয়ে যান গফ। যত সময় গড়াচ্ছিল তত ডানা মেলছিলেন তিনি। শেষমেশ তৃতীয় সেট জিতে প্রথম ইউএস চ‍্যাম্পিয়ন গফ।

এই জয়ের পর বাবার কথাই উঠে এল গফের মুখে। তিনি বলেন,” বাবাই প্রথম ব্যক্তি যাঁকে আমি প্রথম দেখেছিলাম। এই প্রথম বাবাকে কাঁদতে দেখলাম। ফরাসি ওপেন ফাইনালে হারের পর বাবা বলেছিল, আমি কাঁদিনি। আজ আমি বাবাকে কাঁদতে দেখেছি। জল দেখেছি মায়ের চোখেও। এই মুহূর্তটা কোনও দিন ভুলতে পারব না।এই মানুষটা আমাকে প্রথম দিন থেকে সমর্থন করেছে। সব সময় সমর্থন করেছে। অনেকে চেষ্টা করেছিলেন, বাবার সঙ্গে আমার দূরত্ব তৈরি করার। তাঁরা বলেছিলেন, বাবার নাকি গ্যালারির বক্সে থাকার দরকার নেই। আমাকে কোচিং করানোর দরকার নেই। তাঁরা আসলে বড্ড কম জানেন। সে জন্যই আজ আমি চ্যাম্পিয়ন হতে পারলাম।”

আরও পড়ুন:আজ পাক ম‍্যাচে ঈশান না রাহুল? কাকে ভরসা করবেন ভারত অধিনায়ক?

 

 

 

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version