মালবাহী ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সং.ঘর্ষে মর্মা.ন্তিক মৃ.ত্যু একই পরিবারের ১০ জনের

0
1

অসমের ডিব্রুগড়ে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের সাত জনের। রবিবার গভীর রাতে মালবাহী ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। মুহূর্তের মধ্যে গাড়িতে থাকা দশ জন যাত্রীর ভয়াবহ পরিণতি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যুলহয় দশ জনের।আহত তিন জনকে ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুনঃ‘আবার ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে লম্বা লম্বা ল্যাজ নিয়ে…’

পুলিশের তরফে জানা গিয়েছে গুয়াহাটি থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল একটি গাড়ি। উল্টোদিক থেকে আসছিল একটি মালবাহী ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার অভিঘাতে কার্যত দুমড়েমুচড়ে যায় সেটি। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হতাহতদের বার করে আনা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা একই পরিবারের সদস্য। প্রত্যেকেরই বাড়ি গুয়াহাটিতে। অন্য দিকে, মালবাহী ট্রাকটিতে হরিয়ানার নম্বর প্লেট ছিল। দুর্ঘটনায় ট্রাকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ির চালক এবং তাঁর সহযোগী।