Sunday, August 24, 2025

নেশায় বুঁদ হয়ে রাগের বশে নিজের শিশুকন্যাকে খু*ন করলেন বাবা

Date:

মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন স্বামী। ঝগড়ার ঝাঁঝ এতটাই চরমে ওঠে যে রাগের বশে নিজের শিশুকন্যাকে খুন করে স্বামী। শুক্রবার সন্ধ্যায় মহারাষ্ট্রের ঠাণের কল্যাণ ফাটার কাছে অভয় নগর এলাকার দাইগড় গ্রামে এই ঘটনাটি ঘটেছে। শিশুকন্যা খুনের অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর নিথর দেহ ঘিরে চা*ঞ্চল্য! তদন্তে পুলিশ
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আলতাফ মহম্মদ সমিউল্লাহ আনসারি(২৬)। পেশায় দিনমজুর ছিলেন আলতাফ। মত্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন তিনি। আলতাফের স্ত্রীর দাবি, ঝগড়ার সময় তাঁর গায়ে হাতও তোলেন আলতাফ। সেই মুহূর্তে আলতাফের স্ত্রী তাঁর শিশুকন্যাকে কোলে নিয়েছিলেন বলেও জানান।
ঝগড়ার সময় রাগের বশে স্ত্রীর কোল থেকে শিশুকন্যাকে জোর করে নিয়ে ঘরের বাইরে চলে যান আলতাফ। তার পর রাস্তায় বার বার মেয়ের মাথা ধরে ঠুকতে শুরু করেন তিনি। পুলিশের কাছে এমনটাই দাবি করেছেন আলতাফের স্ত্রী। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় শিশুকন্যার।
আলতাফের এমন আচরণ দেখে সঙ্গে সঙ্গে রাস্তায় ছুটে যান প্রতিবেশীরা। পুলিশকেও খবর দেন তাঁরা। এক প্রতিবেশীর দাবি, মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন আলতাফ। এই ব্যাপারে প্রতিবেশীদের সকলে অবগত হলেও ব্যক্তিগত বিষয় বলে কেউ হস্তক্ষেপ করেননি। জিজ্ঞাসাবাদের সময় আলতাফের স্ত্রী জানান, মদ্যপ অবস্থায় প্রায় রোজ তাঁর সঙ্গে অশান্তি করতেন আলতাফ। এমনকি গার্হস্থ্য নির্যাতনেরও শিকার ছিলেন তিনি।

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version