ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন জোকোভিচ, গড়লেন অনন্য নজির

এই জয়ের পর জোকোভিচ বলেন," টেনিসে ইতিহাস গড়ে ভাল লাগছে। এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল। যখন আমার সাত বছর বয়স, তখন ভাবতাম বড় হয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হব।

0
1

আবারও সেরা নোভাক জোকোভিচ। ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন হলেন জোকার। ফাইনালে তিনি হারালেন ড্যানিল মেদভেদেভকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩। সার্বিয়ার এই ৩৬ বছর বয়সী টেনিস তারকা ২৪ তম গ্র্যান্ডস্ল্যাম জিতে টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেললেন। ২০২১ সালের ইউএস ওপেনের ফাইনালে রুশ তারকার কাছে হেরে গেলেও রবিবার রাতে কোনও বেগ পেতে হয়নি বিশ্বের একনম্বর টেনিস তারকাকে। স্ট্রেট সেটেই মেদভেদেভকে উড়িয়ে দিলেন তিনি।

আগেই রজার ফেডেরার, রাফায়েল নাদালকে পেছনে ফেলেছেন। এবার পুরুষ, মহিলা নির্বিশেষে সবথেকে বেশি সিঙ্গলস গ্র্যান্ডস্লাম জয়ী মার্গারেট কোর্টকে ছুঁলেন জোকোভিচ। পরের বছর তাঁকে ছাপিয়ে টেনিসের ইতিহাসে সর্বকালের সেরা হওয়ার হাতছানি রয়েছে জকোভিচের সামনে।দু’বছর আগে এই আর্থার অ্যাশ স্টেডিয়ামেই ফাইনালে মেদভেদেভের কাছে হারেন। রবিবার রাতে যেন সেই বদলাও নিলেন। প্রথম সেটের শুরুতেই প্রতিপক্ষের সার্ভিস ভাঙেন। দাঁড়াতেই দেননি মেদভেদেভকে। ৬-à§© এ প্রথম সেট জেতেন। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার চেষ্টা করেন মেদভেদেভ। সেট গড়ায় টাইব্রেকারে। à§§ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে দ্বিতীয় সেটও জেতেন জোকার। গ্র্যান্ডস্লামের ইতিহাসে প্রথম দুটো সেট জিতে গেল সার্বিয়ানকে হারানো প্রায় অসম্ভব। এত বছরের কেরিয়ারে প্রথম সেট জেতার পর মাত্র একবার হেরেছেন। সেমিফাইনালে কার্লোস আলকারেজকে হারালেও জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি মেদভেদেভ। তৃতীয় সেটেও রুশ প্রতিপক্ষকে উড়িয়ে দেন জোকার।

এই জয়ের পর জোকোভিচ বলেন,” টেনিসে ইতিহাস গড়ে ভাল লাগছে। এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল। যখন আমার সাত বছর বয়স, তখন ভাবতাম বড় হয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হব। উইম্বলডন জিতব। সেটাই ছিল আমার এক মাত্র স্বপ্ন। পরে যদিও অনেক কিছু বুঝতে শিখি। তখন আমার লক্ষ্য পাল্টে যায়। নতুন স্বপ্ন দেখতে শুরু করি। কখনও ভাবিনি এখানে দাঁড়িয়ে ২৪টা গ্র্যান্ডস্ল্যাম জয় নিয়ে কথা বলব।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস