Thursday, December 4, 2025

পুলিশ অফিসারের বদলিতে বন্ধের মুখে ফ্রি কোচিং সেন্টার! পড়া চালু রাখতে স্মারকলিপি

Date:

চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার অন্তর্গত শেওড়াফুলি ফাঁড়ির উদ্যোগে ও বৈদ্যবাটী পুরসভার সহযোগিতায় চলছিল চাকরি পরীক্ষার জন্য ফ্রি কোচিং সেন্টার (Free Coaching Center)। গত বছর নভেম্বর মাসের ৭ তারিখ থেকে শুরু হয় এই কোচিং। আর্থিক দিক থেকে পিছিয়েপড়া ছেলেমেয়েদের নিয়ে শুরু হয় চাকরির পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র। এই চাকরি পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রের নেপথ্যে ছিলেন শেওড়াফুলি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জন দাস। সম্প্রতি চন্দননগর পুলিশ (Police) আধিকারিকদের রদবদল হয়। শেওড়াফুলি ফাঁড়ির অফিসার রঞ্জনকেও বদলি করা হয় চুঁচুড়ায়। আর তাতেই কোচিং সেন্টারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেয়।

প্রতি রবিবার করে শেওড়াফুলি সুরেন্দ্রনাথ স্কুলে চলত এই চাকরির পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র। বর্তমানে এখন সেখানে ৭০ জন ছাত্রছাত্রী রয়েছে। রঞ্জন দাস তাদের ফ্রেন্ড, ফিলোজফার, গাইড। পড়ানোর পাশাপাশি পড়ুয়াদের সব রকম সাহায্য করতেন। কিন্তু সম্প্রতি বদলি হয়ে যান তিনি। আর তার জেরে আতান্তরে পড়েন তরুণ-তরুণীরা।

আরও পড়ুন:BGBS-এর সলতে পাকাতে স্পেন সফরে মুখ্যমন্ত্রী

চন্দননগর পুলিশ (Police) কমিশনারেটের ACP 2 (শ্রীরামপুর)-এর কাছে স্মারকলিপি জমা দিয়ে রঞ্জন দাসকেই কোচিং সেন্টার চালু রাখার অনুমতির দাবি জানানো হয়। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহত বলেন, মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা চাকরির কোচিং নিত। আমি ব্যাক্তিগত ভাবে শিক্ষককের বেতনটা দেখতাম। গোটা ব্যবস্থাটাই রঞ্জন করতেন। এখান থেকে কয়েকজন চাকরিও পেয়েছেন। এখন অফিসার বদলি হয়ে যাওয়ায় সেন্টারটি বন্ধ হয়ে গিয়েছে। বিধায়ক ও পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলব যাতে কোচিং চলে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন শেওড়াফুলিতে যে অফিসার যাবেন তিনিই কোচিং-য়ের দেখভাল করবেন।

 

 

 

Related articles

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...
Exit mobile version