Wednesday, August 27, 2025

স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক এড়াল ক্ষু.ব্ধ I.N.D.I.A., কারণ কী!

Date:

বিশেষজ্ঞ হিসেবে স্থায়ী কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁদের অপছন্দ। সেই কারণে, ভারতীয় দণ্ড সংহিতা নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক এড়ালেন ক্ষুব্ধ INIDA জোটসঙ্গীরা। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কমিটির বৈঠক। মঙ্গলবার, বৈঠকের পর বিরোধীদের অভিযোগ, বিশেষজ্ঞদের নাম করে নিজেদের অনুগত লোকজনদের নিয়ে আসা হয়েছে কমিটিতে। তৃণমূল (TMC), কংগ্রেস-সহ INDIA জোটের দলগুলির দাবি, মতামত নেওয়ার জন্য অবিলম্বে নিরপেক্ষ এবং পেশাদার বিশেষজ্ঞদের বৈঠকে আনতে হবে।

আরও পড়ুন:পঙ্কজ রায়ের বাড়িতে পরিচারিকা নির্যা*তনের মা*মলা, পুলিশের কাজে বির*ক্ত আদালত

সূত্রের খবর, মানবধিকার কমিশনের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্রের মঙ্গলবারের বৈঠকে হাজির থাকার কথা ছিল। যদিও আচমকাই  সোমবার রাতে কমিটির সদস্যদের কাছে বার্তা পাঠিয়ে তিনি বৈঠকে হাজির থাকতে পারবেন না বলে জানান। উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি বিক্রম সিং, গুজরাটের গান্ধীনগরের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটির অধ্যাপক নবীন চৌধুরী, প্রাক্তন সিবিআই আধিকারিক প্রবীণ সিনহা ছাড়াও বিশেষজ্ঞ হিসেবে কমিটিতে রয়েছেন বিলের খসড়া তৈরি করা ডঃ পদ্মিনী সিং। তাতেই অসন্তুষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকের রেকর্ড তৈরির ক্ষেত্রেও সংসদীয় নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে ইন্ডিয়া জোটের তরফে।

ভারতীয় দণ্ড সংহিতা থেকে রাষ্ট্রদ্রোহ আইন তুলে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিকবার জানানো হলেও  তা করা হয়নি। এদিনের বৈঠকে  তা নিয়েও আপত্তি তোলে বিরোধীরা। ঘুরপথে এই আইনকে আরও কঠোর করা হয়েছে বলেই অভিযোগ বিরোধী সাংসদদের।

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version