Monday, August 25, 2025

বক্স অফিস জুড়ে উড়ছে নোট, সিঙ্গেল স্ক্রিনে টিকিট কাটার ভিড় উপচে পড়ছে, অনলাইন টিকিট বুকিং সাইট হ্যাং করছে মুহুর্মুহু। শেষ কবে এমন দৃশ্য দেখেছিল ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)সেটা কেউ মনে করতে পারছেন না। সিনে বিশ্লেষকরা বলছেন ‘পাঠান’ যেন ট্রেলার ছিল। ” জিন্দা হ্যায়” ঘোষণায় বছর শুরু করেছিলেন রাজা , এই মুহূর্তে বীর বিক্রমে বলছেন ” জিন্দা হ্যায় বান্দা হ্যায়”। অপ্রতিরোধ্য শাহরুখ খান(Shahrukh Khan) যেন বিনোদন জগতের মসীহা। সাবলীল রোমান্টিক হিরোর ইমেজ ভেঙে অ্যাকশন হিরো হয়ে প্রত্যাবর্তনের নজির তাঁকে ইতিমধ্যেই সর্বকালের সেরা এন্টারটেনার তকমা দিয়েছে। ৪ দিনে ৫৩৫ কোটি, স্বপ্নেও ভাবতে পারিনি বলিউড। সাতান্ন বছরের পরিশ্রমী মানুষটা অসম্ভবকে সম্ভব করা এক রূপকথার জন্ম দিলেন। যে দক্ষিণ ভারতে বলিউড সিনেমার প্রবেশ প্রশ্ন চিহ্নের মতো ছিল, সেই দক্ষিণী সিনেমার নির্মাতারা ‘জওয়ান’ (Jawan) ঝড়ে নিজেদের সিনেমার রিলিজ ডেট পিছিয়ে দিচ্ছেন। হলিউডকে পিছিয়ে এগিয়ে চলেছে শাহরুখ খানের সিনেমা।

৭ সেপ্টেম্বর ছিল ‘জওয়ান ডে’। সমুদ্র হিমাচল বলিউড বাদশার ক্রেজ দেখে স্তব্ধ হয়ে গেছিল। কখনও ব্যান্ডেজে মোড়া, তো কখনও মাথা ন্যাড়া। রোম্যান্টিক শাহরুখের অ্যাকশন দেখে প্রমাণিত হয়েছে, বয়স সত্যিই লোকটার কাছে একটা সংখ্যা মাত্র। বিদেশের শাহরুখ খানের একটা আলাদা জনপ্রিয়তা আছে। বিশেষ করে দুবাইতে বুর্জ খলিফায় সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছিল। কিন্তু অবাক করার মতো তথ্য হল কেবলমাত্র আমেরিকা থেকেই ‘জওয়ান’ ব্যবসা করেছে ৪৭৩ কোটি টাকা। এমনকী, সপ্তাহ শেষে ছাপিয়ে গিয়েছে ‘ওপেনহাইমার’, ‘বার্বি’র মতো বলিউড ছবিকেও। শোনা যাচ্ছে এই সুনামির জেরে কিং খানের পরবর্তী ছবি ‘ডানকি’-এর রিলিজ পিছিয়ে দেওয়া হতে পারে। ‘ ‘থ্রি ইডিয়টস’ নির্মাতার সঙ্গে প্রথম কাজ শাহরুখের। জানা যাচ্ছিল যে বছর শেষেই এই ছবি মুক্তি পাবে। কিন্তু এখন মনে করা হচ্ছে শাহরুখের ক্রেজ আর বর্তমান ইমেজের কথা মাথায় রেখে সেই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। হয়তো আগামী বছর ‘ ডানকি’ মুক্তি পেতে পারে। শাহরুখের জন্যই পিছিয়ে যাচ্ছে শাহরুখের ছবি, এটাই কিং ক্যারিশমা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version