Friday, August 22, 2025

‘কেন্দ্রীয় মন্ত্রী দুর্নীতিগ্রস্ত’, অভিযোগের জেরে বহিষ্কৃত BJP বিধায়ক

Date:

কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জেরে দল থেকে বহিষ্কার করা হল রাজস্থান(Rajsthan) বিধানসভা প্রাক্তন স্পিকার এবং শাহপুরার বিধায়ক কৈলাশ মেঘওয়ালকে(Kailash Meghwal)। বিজেপির(BJP) এই বিধায়কের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের নোটিশ জারি করে তাঁকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে বিজেপির অন্দরে।

সম্প্রতি, বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিজেপি বিধায়ক কৈলাশ মেঘওয়াল। তাঁর বক্তব্য ছিল অর্জুন যখন কালেক্টর ছিলেন, তখন তিনি দরিদ্র এবং তফসিলি বর্ণের মানুষের সাথে দুর্নীতি করেছিলেন এবং দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে তিনি রাজনীতিতে এসে সাংসদ হয়েছিলেন। এছাড়া এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কথাও বলেছেন তিনি। এই ঘটনায় রাজস্থান বিজেপির অন্দরে রীতিমতো শোরগোল শুরু হয়। রাজ্য বিজেপি সভাপতি সিপি জোশীর নির্দেশে, রাজ্য সংগঠনের শৃঙ্খলা কমিটি কৈলাশ মেঘওয়ালের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ জারি করে ১০ দিনের মধ্যে তার জবাব চেয়েছিল। এরপরই কৈলাসের বিরুদ্ধে পদক্ষেপ করে দল। দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হল তাঁকে। দলের তরফে শাস্তি পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ছ’বারের বিধায়ক মেঘওয়াল দলের মধ্যে দলাদলির অভিযোগ করে বলেন, বিজেপিতে বসুন্ধরা রাজেকে সরানো হচ্ছে এবং তার সমর্থকদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে।

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version