Monday, November 10, 2025

পক্ষপাতদুষ্ট মিডিয়া বয়কট করবে ইন্ডিয়া, সিদ্ধান্ত সমন্বয় কমিটির বৈঠকে

Date:

বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট সংবাদমাধ্যম তথা ‘গোদি মিডিয়া’ ও তার সঞ্চালকদের এবার বয়কটের সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোট। বুধবার ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক বসে দিল্লিতে এনসিপি প্রধান শারদ পাওয়ারের বাড়িতে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পক্ষপাতদুষ্ট সাংবাদিক ও অ্যাঙ্করদের পরিচালিত টিভি-শোতে বিরোধী জোটের দলগুলির পক্ষ থেকে কোনও প্রতিনিধি পাঠানো হবে না। এ বিষয়ে কোন সঞ্চালকদের টিভি শোতে প্রতিনিধি পাঠানো হবে না সেই তালিকাও এদিন তুলে ধরা হয়েছে জোটের তরফে। সেখানে দেখা যাচ্ছে ১৪ জন সাংবাদিক ও অ্যাঙ্করের নাম। অভিযোগ, বিভিন্ন টিভি চ্যানেলে কর্মরত এই সাংবাদিকরা অনুষ্ঠান পরিচালনার নামে সরাসরি বিজেপির হয়ে গলা ফাটান। কোনও টিভি শোতে কার্যত বিজেপির কথা ও যুক্তিই প্রচার করেন তাঁরা, যা নিরপেক্ষ সাংবাদিকতা ও সঞ্চালনার রীতি বহির্ভূত।

জানা গিয়েছে, সমন্বয় কমিটির প্রথম বৈঠকে মিডিয়ার পক্ষপাতিত্ব নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছে কংগ্রেস। এই ব্যাপারে তাঁরা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ তুলে ধরে। তাঁদের দাবি, রাহুলের ভারত জোড়ো যাত্রা দেশের মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। সোশ্যাল মিডিয়ায় পেয়েছিল প্রশংসা। তা সত্ত্বেও দেশের কয়েকটি সংবাদমাধ্যম রাহুলের এই কর্মসূচি সঠিকভাবে তুলে ধরেনি বলে অভিযোগ। এই সংবাদমাধ্যমগুলি থেকে জোটকে সমদূরত্ব বজায় রাখার জন্য কংগ্রেসের তরফে আবেদন জানানো হয়। সূত্রের খবর, পক্ষপাতিত্ব করেছে এমন মিডিয়াগুলির নাম সমন্বয় কমিটির বৈঠকে উপস্থিত সকলের কাছে চান শারদ পাওয়ার। পরে অভিযুক্ত চ্যানেলগুলির একটি তালিকা তৈরি করা হয়। বৃহস্পতিবার প্রকাশ করা হয় সেই তালিকা। যেখানে দেখা যাচ্ছে ১৪ জন সঞ্চালকের নাম।

মোদি জমানায় গত কয়েক বছর ধরেই বিরোধী দলগুলিকে দেশের সংবাদমাধ্যমগুলির একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। বিজেপির কথায় একাংশের সংবাদমাধ্যম বিরোধীদের বক্তব্য সঠিকভাবে প্রচার করে না বলে অভিযোগ। কেন্দ্রের শাসক দলকে সন্তুষ্ট করতেই এবং তাদের চাপেই একাংশের মিডিয়া এই পক্ষপাতদুষ্ট আচরণ করে থাকে। মোদি সরকার সংবাদমাধ্যমের একাংশকে অর্থের বিনিময়ে কিনেছে বলেও অভিযোগ ওঠে। তার জেরেই এবার চূড়ান্ত পদক্ষেপ নিল ইন্ডিয়া জোট। নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক ও সঞ্চালকের পাশাপাশি রিপাবলিক টিভি, এএনআই ও টিভি নাইনকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট।

Related articles

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...
Exit mobile version