Monday, August 25, 2025

মাদ্রিদ বইমেলায় এবার কলকাতার স্টল, দুই শহরের ‘বই বন্ধুত্বের’ মউ স্বাক্ষর

Date:

 

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেই শুধু স্পেন আসবে না, এবার কলকাতাও যাবে মাদ্রিদের বইমেলায় (Book Fair)। বৃহস্পতিবার বিকেলে কলকাতা (Kolkata) পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সঙ্গে মউস্বাক্ষর হল মাদ্রিদের প্রকাশক গিল্ডের।

স্পেনের (Spain) রাজধানী মাদ্রিদে তখন বেলা পড়ে আসছে। গরম না হলেও বাইরে ঠান্ডা তেমন নেই। তবে সৌহার্দ্যের উষ্ণতা ছড়িয়ে থাকল দুই দেশের দুই শহরের প্রকাশকদের বৈঠকে। প্রায় প্রতিবারই স্পেন আসে কলকাতা বইমেলায়। থিম হয়েছে এই ইউরোপীয় দেশটি। তাদের সঙ্গেই প্রকাশনার ক্ষেত্রে আদান-প্রদান বাড়াতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই এবার তাঁর সফরসঙ্গী ছিলেন কলকাতার বুক সেলার্স গিল্ডের দুই কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় ও সুধাংশুশেখর দে। পূর্ব-নির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার বিকেলে দুই দেশের প্রকাশনা সংস্থার কর্তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় এবার থেকে মাদ্রিদ বইমেলাতেও (Book Fair) স্টল দেবে কলকাতার প্রকাশনা সংস্থাগুলি। তবে শুধুমাত্র বইমেলার সময়ই নয়, সারা বছর ধরেই বই প্রকাশনা এবং লেখালেখির ক্ষেত্রে নানা আদান-প্রদান চলবে। যেমন সে দেশ থেকে আগ্রহীরা আসবেন আমাদের এখানে। আবার বাংলা থেকেও মাদ্রিদে যাবেন প্রকাশকরা। এভাবেই বই-বন্ধুত্ব দৃঢ় হবে দুই ভাষার সাহিত্যচর্চা ও প্রকাশনের জগতে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version